Vivo Y30-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির FunTouch OS স্কিন চলবে। এই ফোনে 6.47 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। MediaTek Helio P35 চিপসেটের সঙ্গেই রয়েছে 4GB RAM ও 128GB স্টোরেজ।
Vivo Y30-তে হোল্পাঞ্চ ডিসপ্লে থাকছে
Y সিরিজে নতুন ফোন নিয়ে এল Vivo। সম্প্রতি বাজারে এসেছে Vivo Y30। এখনই বিক্রি শুরু না হলেও কোম্পানির মালয়েশিয়ার ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। জানা গিয়েছে নতুন ফোনের দাম ও স্পেসিফিকেশন। Vivo Y30-তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা।
মালয়েশিয়ায় Vivo Y30'র দাম 899 মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় 15,800 টাকা)। নীল ও সাদা রঙে 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 9 মে মালয়েশিয়ায় এই ফোন বিক্রি শুরু করবে চিনের কোম্পানিটি।
Vivo Y30-তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির FunTouch OS স্কিন চলবে। এই ফোনে 6.47 ইঞ্চি HD+ ডিসপ্লে থাকছে। MediaTek Helio P35 চিপসেটের সঙ্গেই রয়েছে 4GB RAM ও 128GB স্টোরেজ।
ফোনের পিছনে চারটি ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।
বাজারে এল Oppo A92, কী কী ফিচার থাকছে?
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Vivo Y30-তে রয়েছে 5,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, এফএম রেডিও, USB 2.0 ও 3.5 মিমি অডিও জ্যাক রয়েছে। ফোনের ওজন 197 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft Announces Latest Windows 11 Insider Preview Build With Ask Copilot in Taskbar, Shared Audio Feature
Samsung Galaxy S26 Series Specifications Leaked in Full; Major Camera Upgrades Tipped