লঞ্চ হল নতুন Vivo Y5s। বুধবার চিনে নতুন এই ফোন লঞ্চ করেছে Vivo। সম্প্রতি থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল Vivo Y19। নাম বদলে চিনে Vivo Y5s লঞ্চ করল Vivo। সম্প্রতি চিনে লঞ্চ হওয়া Vivo U3 ফোনের সাথেও Vivo Y5s ফোনের স্পেসিফিকেশন হুবহু মিলে যাচ্ছে। Vivo U3 ফোনে ব্যবহার হয়েছিল Snapdragon 675 চিপসেট, অন্যদিকে Vivo Y5s ফোনে থাকছে MediaTek Helio P65 চিপসেট। এছাড়া Vivo U3 আর Vivo Y5s ফোনের স্পেসিফিকেশনে কোন পার্থক্য নেই।
Vivo Y5s এর দাম 1,498 ইউয়ান (প্রায় 15,000 টাকা)। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। নীল, কালো ও সবুজ রঙে পাওয়া যাবে Vivo Y5s। আপাতত চিনে পাওয়া যাবে Vivo Y5s। চিনের বাইরে Vivo Y19 নামে এই ফোন লঞ্চ হতে পারে।
Vivo Y5s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে। এই ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। Vivo Y5s ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P65 চিপসেট। সাথে থাকবে 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Vivo Y5s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা
Vivo Y5s ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন।
আরও পড়ুন:
সস্তা হল এই দুই Vivo স্মার্টফোন
Jio Phone অফারের মেয়াদ বাড়ল এক মাস
এবার স্মার্টফোন লঞ্চ করল TikTok, চোখ ধাঁধানো ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন