ভারতে Z সিরিজের প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Vivo। ইতিমধ্যেই একাধিক টিজারে এই কথা জানা গিয়েছে। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Vivo Z5x। গত মাসে চিনে লঞ্চ হয়েছিল Vivo Z5x। এই ফোনে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে, Snapdragon 710 চিপসেট আর 5,000 mAh ব্যাটারি। এবার ভারতে আসতে চলেছে এই স্মার্টফোন। ইতিমধ্যেই একাধিক টিজারে ভারতে Z সিরিজ লঞ্চের কথা জানিয়েছে Vivo।
চিনে Vivo Z5x এর দাম শুরু হচ্ছে 1,398 ইউয়ান (প্রায় 14,400 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যায়। ভারতেও এই দামে লঞ্চ হতে পারে Vivo Z5x।
ডুয়াল সিম Vivo Z5x ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে থাকছে কোম্পানির FunTouch 9.0 স্কিন। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo Z5x ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাত্থে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Vivo Z5x ফোনে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi, Bluetooth, GPS আর 4G LTE। Vivo Z5x এর ওজন 204.1 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন