শিঘ্রই ভারতে আসছে Xiaomi -র গেমিং স্মার্টফোন Black Shark 2। এতদিন ভারতে শুধুমাত্র বাজেত স্মার্টফোন লঞ্চ করলেও এবার প্রিমিয়াম সেগমেন্টে ধীরে ধীরে প্রবেশ করছে চিনের কোম্পানিটি। 27 মে ভারতে লঞ্চ হবে Xiaomi Black Shark 2। অনলাইনে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই ফোন।
ভারতে Xiaomi Black Shark 2 লঞ্চের ঠিক আগে নতুন টিজার প্রকাশ করেছে Xiaomi। সম্প্রতি প্রকাশিত টিজারে Flipkart জানিয়েছে সব জনপ্রিয় স্মার্টফোন কোম্পানির ডিভাইস পাওয়া যাবে এই ই-কমার্স পোর্টাল থেকে। এর মধ্যে Poco ও Google এর ফোন শুধুমাত্র Flipkart থেকেই পাওয়া যায়। এছাড়াও রয়েছে Oppo, Samsung, Asus এর মতো কোম্পানিগুলি। এই তালিকায় Black Shark 2 দেখা গিয়েছে।
চিনে লঞ্চের সময় Black Shark 2 এর দাম শুরু হয়েছিল 3,199 ইউয়ান (প্রায় 32,300 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভার্সানে পাওয়া যাবে এই ফোন। কালো ও রূপালি রঙে পাওয়া যাবে Xiaomi Black Shark 2।
Xiaomi Black Shark 2 ভেরিয়েন্ট | Xiaomi Black Shark 2 এর দাম |
---|---|
6GB/ 128GB | 3,199 ইউয়ান (প্রায় 32,300 টাকা) |
8GB/ 128GB | 3,499 ইউয়ান (প্রায় 35,300 টাকা) |
8GB/ 256GB | 3,799 ইউয়ান (প্রায় 38,300 টাকা) |
12GB/ 256GB | 4,199 ইউয়ান (প্রায় 42,400 টাকা) |
Xiaomi Black Shark 2 তে থাকছে Liquid Cool 3.0 প্রযুক্তি। এর ফলে গেম খেলার সময় ফোনের প্রসেসার ঠান্ডা থাকবে। Black Shark 2 তে রয়েছে একটি 6.39 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, Adreno 640 GPU, 12GB RAM আর 256GB স্টোরেজ।
Xiaomi Black Shark 2 ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। এই ক্যামেরায় থাকছে 2x অপ্টিকাল জুম। সেলফি তোলার জন্য এই গেমিং ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল সেন্সার।
কানেক্টিভিটির জন্য Xiaomi Black Shark 2 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। এই ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন