এবার ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে আসছে Xiaomi। সম্প্রতি লঞ্চ হয়েছিল Motorola Razr (2019)। একই ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইন পেটেন্ট করেছে বেজিংয়ের কোম্পানিটি।
Photo Credit: LetsGoDigital
Xiaomi-র ফোল্ডেবল ফোনে পপ-আপ ক্যামেরা থাকতে পারে
এবার ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে আসছে Xiaomi। সম্প্রতি লঞ্চ হয়েছিল Motorola Razr (2019)। একই ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইন পেটেন্ট করেছে বেজিংয়ের কোম্পানিটি। অতীতেও Xiaomi ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন সামনে এসেছিল। তবে সেই ডিজাইনের সাথে সাম্প্রতিক ডিজাইনে অনেক পার্থক্য রয়েছে।
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে (ডব্লিউআইপিও) 2018 সালের অগাস্ট মাসে ক্যামশেল ডিজাইনের নতুন স্মার্টফোন পেটেন্ট ফাইল করেছিল Xiaomi। 6 ডিসেম্বর এই পেটেন্ট স্বীকৃতি পেয়েছে।
এক রিপোর্টে প্রকাশিত পেটেন্ট ড্রয়িংয়ে Xiaomi -র নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ডিজাইন সামনে এসেছে। Motorola Razr (2019) ফোনের মতো ডিজাইন দেখা গিয়েছে।
যদিও ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে এখনও অফিশিয়াল বিবৃতি দেয়নি চিনের কোম্পানিটি। মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় ফোল্ডেবল স্মার্টফোনের টিজার প্রকাশ করেছিল Xiaomi। তবে সেই দোনের ডিসপ্লের দুই দিক থেকে ভাঁজ হয়। নতুন পেটেন্টে সম্পূর্ণ নতুন ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন সামনে এসেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Asus Reportedly Pauses Plans to Launch ROG Phone, Zenfone Models in 2026