ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 16,999 টাকা। এখনই এই ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু করবে না Xiaomi। শুধুমাত্র Amazon.in ও Mi.com থেকে কেনা যাবে এই মিডরেঞ্জ বাজেট স্মার্টফোন।
4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 16,999 টাকা।
জুলাই মাসে সারা বিশ্বে Mi A2 ফোন লঞ্চ করেছিল Xiaomi। স্পেনে Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ করা হয়েছিল। এতোদিন Mi A2 কেনার জন্য ফ্ল্যাশ সেলের অপেক্ষায় বসে থাকতে হত। এবার সেই সমস্যার সমাধান করল Xiaomi। এখন থেকে ওপেন সেলে পাওয়া যাবে Mi A2। অর্থাৎ গ্রাহক যখন খুশি কিনে ফেলতে পারবেন এই ফোন। Google জানিয়েছে স্টক অপারেটিং সিস্টেম সহ জলদি সব Android আপডেট পৌঁছে যাবে Mi A2 ফোনে। গত বছরে লঞ্চ হওয়া Mi A1 ফোনের উত্তরসূরী নতুন Mi A2 ফোন।
ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 এর দাম 16,999 টাকা। তবে এখনই এই ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু করবে না Xiaomi। চারটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Mi A2। শুধুমাত্র Amazon.in ও Mi.com থেকে কেনা যাবে এই মিডরেঞ্জ বাজেট স্মার্টফোন।
Mi A2 তে থাকবে Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Cashero Is Streaming Online: Know Where to Watch This South Korean Superhero Series
A Thousand Blows Season 2 OTT Release: Know When, Where to Watch the British Historical Drama
Mi Savitribai Jotirao Phule OTT: Know When and Where to Watch the Marathi Biographical Series
Photon Microchip Breakthrough Hints at Quantum Computers With Millions of Qubits