Mi Mix 3 তে থাকতে পারে 5G সাপোর্ট। খাবর সত্যি হলে এই প্রথম 5G নেটওয়ার্ক সাপোর্ট সহ কোন স্মার্টফোন বাজারে আসতে চলেছে। এছাড়াও Mi Mix 3 ফোনে থাকতে পারে 10GB RAM।
25 অক্টোবর লঞ্চ হবে Xiaomi Mi Mix 3
জুলাই মাস থেকে Xiaomi Mi Mix 3 এর বিষয়ে একের পর এক খবর ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। আগামী 25 অক্টোবর লঞ্চ হবে Xiaomi Mi Mix 3। কয়েকদিন আগেই কোম্পানির তরফ থেকে জানানো হয়ছিল অক্টোবরেই বাজারে আসবে এই ফোন। এবার জানা গেল 25 অক্টোবর লঞ্চ হবে Mi Mix 3।
Mi Mix 3 তে থাকতে পারে 5G সাপোর্ট। খবর সত্যি হলে এই প্রথম 5G নেটওয়ার্ক সাপোর্ট সহ কোন স্মার্টফোন বাজারে আসতে চলেছে। এছাড়াও Mi Mix 3 ফোনে থাকতে পারে 10GB RAM।
Mi Mix 3 তে থাকবে স্লাইডার ক্যামেরা ডিজাইন। এর আগে Oppo Find X ফোনে একই ধরনের ডিজাইন দেখা গিয়েছিল। আগে এক রিপোর্টে জানা গিয়েছে 6GBRAM/ 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 510 মার্কিন ডলার (প্রায় 36,300 টাকা)। 6GB/ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে দাম 555 মার্কিন ডলার (প্রায় 39,500 টাকা)। 8GB RAM /128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 600 মার্কিন ডলার (প্রায় 42,700 টাকা)। আর প্রিমিয়াম 8GB RAM/ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 645 মার্কিন ডলার (প্রায় 45,900 টাকা)।
Mi Mix 3 তে থাকবে Samsung QHD+ AMOLED ডিসপ্লে। এছাড়াও ফোনের ভিতরে থাকবে Snapdragon 845 চিপসেট আর 20MP সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Robot Phone With Gimbal Camera Arm Spotted in Live Images Ahead of MWC 2026