সম্প্রতি লঞ্চ হয়েছে Xiaomi Redmi Note 6 Pro। থাইল্যান্ডে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। ইতিমধ্যেই ভারতে মিডরেঞ্জ সেগমেন্টে ঝড় তুলেছে Xiaomi Redmi Note 5 Pro। এবার Redmi Note 6 Pro ফোনে নতুন কী ফিচার যোগ হল। এক নজরে দেখে নেওয়া যাক।
থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর 4GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,990 ভাট (প্রায় 15,700 টাকা)। আপাতত একটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi Note 6 Pro। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Redmi Note 6 Pro। 4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 14,999 টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 16,999 টাকা।
Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9।
দুটি ফোনের ভিতরেই রয়েছে Snapdrahon 636 চিপসেট। আপাতত শুধুমাত্র 4GB RAM ভেরিয়েন্টে পাওয়া যায় Redmi Note 6 Pro। তবে 4GB/6GB RAM ভেরিয়েন্টে পাওয়া যায় Xiaomi Redmi Note 5 Pro। দুটি ফোনের স্টোরেজ 64GB। এছাড়াও Redmi Note 6 Pro ও Redmi Note 5 Pro ফোনের ভিতরে থাকছে 4000 mAh ব্যাটারি।
Redmi Note 5 Pro ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকলেও ফোনের সামনে রয়েছে সিঙ্গেল ক্যামেরা। সেখানে এক ধাপ একগিয়ে Redmi Note 6 Pro ফোনের সামনে ও পিছনে ডুয়াল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+2MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন