Athropic কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও CEO ডারিও আমোডেই চলতি সপ্তাহে ভারতে সফরে এসেছেন।
Photo Credit: Unsplash/Steve Johnson
Anthropic সম্প্রতি Claude Sonne 4.5 মডেল উন্মোচন করেছে
Athropic ভারতে তাদের প্রথম অফিস খুলতে চলেছে। Claude AI অ্যাসিস্ট্যান্টের নেপথ্যে থাকা এই কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) ডারিও আমোডেই এই সপ্তাহে ভারতে সফরে এসেছেন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে অন্যতম সুপরিচিত নাম হল অ্যানথ্রপিক। চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এই স্টার্টআপের বাজার মূল্য 183 বিলিয়ন ডলার। বর্তমানে, সংস্থাটি ভারতে তাদের ব্যবসার রূপরেখা চূড়ান্ত করতে প্রস্তুতি নিচ্ছে। সূত্রের দাবি, ডারিও মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে জোট বাঁধার বিষয়েও আলোচনা চালাচ্ছেন। উল্লেখ্য, আগস্টে চ্যাটজিপিটির অভিভাবক সংস্থা ওপেনএআই নয়াদিল্লিতে তাদের প্রথম দফতর খোলার ঘোষণা করেছিল।
প্রায় একশো কোটি ইন্টারনেট ব্যবহারকারী দেশ হওয়ার ফলে ভারত এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিষেবা সরবরাহকারী সংস্থাগুলির কাছে একটি গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে। সিমিলারওয়েবের তথ্য বলছে, আমেরিকার পর সবচেয়ে বেশি মানুষ ভারত থেকে তাদের ক্লড চ্যাটবট ব্যবহার করছে। বেশ কিছু ভারতীয় প্রতিষ্ঠান ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সমাধান তৈরি করতে অ্যানথ্রপিকের মডেল ব্যবহার করছে।
টেকক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী, অ্যানথ্রপিক সিইও এই সপ্তাহে মুম্বাইয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সাথে দেখা করবেন। রিলায়েন্সের মতো বিশাল সংস্থার ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে অ্যানথ্রপিকের ক্লড এআই অ্যাসিস্ট্যান্টকে দেশজুড়ে আরও সহজলভ্য করে তোলা বা বিস্তার ঘটানোর বিষয়ে আলোচনা হতে পারে, যার মধ্যে রয়েছে জিও। উল্লেখ্য,পারপ্লেক্সিটি এআই-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে এয়ারটেল।
আমোডেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ নয়াদিল্লিতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে বৈঠক করতে পারেন বলে শোনা যাচ্ছে। আর এই সপ্তাহের শেষের দিকে, বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রপিকের অফিস খোলার ঘোষণা করবেন তিনি। 2026 সালের প্রথম দিকে কার্যক্রম শুরু হবে। টোকিওর পর এশিয়া প্যাসিফিক অঞ্চলে বেঙ্গালুরু তাদের দ্বিতীয় অফিস হিসেবে কাজ করবে।
অ্যানথ্রপিক সম্প্রতি ক্লড সনেট 4.5 কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল উন্মোচন করেছে। একে বিশ্বের সেরা কোডিং মডেল বলে দাবি করেছে তারা। সফটওয়্যারের কোড লেখার কাজ অটোমেটেড করে দিয়েছে এটি। আগের তুলনায় যেমন উন্নতমানের কোড তৈরি করতে পারে, তেমনই কোডের ত্রুটি চিহ্নিত করতে সক্ষম। ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে ক্লড বিপুল জনপ্রিয়তা অর্জন করছে।
বিশ্লেষণ সংস্থা অ্যাপফিগার্সের দাবি, সেপ্টেম্বরে ক্লড অ্যাপের ডাউনলোড আগের বছরের একই সময়ের তুলনায় 48 শতাংশ বৃদ্ধি পেয়েছে। ক্লড যাতে বিভিন্ন ভারতীয় ভাষায় দক্ষভাবে কথা বলতে ও বুঝতে পারে, তার জন্য বড় অঙ্কের বিনিয়োগ করছে অ্যানথ্রপিক। বাংলা, মারাঠি, তামিল, তেলেগু, গুজরাতি, কন্নড়, মালয়ালম, কন্নড় সহ একাধিক ভারতীয় ভাষায় প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Activision Working on 'Next Era' of Call of Duty, Won't Do Back-to-Back Black Ops, Modern Warfare Releases
WhatsApp Prepares to Expand Ads on Status and Channels to More Users