অবিশ্বাস্য দামে নিলামে বিক্রি হল বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে আঁকা ছবি

ফ্রেঞ্চ কালেক্টিভের মস্তিস্কপ্রসুত এই ছবি। শিল্পে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ছোঁইয়া দিতেই এই পরিকল্পনা করা হয়েছিল। এই ছবি আঁকার আগে কম্পিউটারে 15,000 ক্লাসিস পোট্রেট ছবি চালানো হয়।

অবিশ্বাস্য দামে নিলামে বিক্রি হল বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে আঁকা ছবি

Photo Credit: TIMOTHY A. CLARY / AFP

নিউ ইয়র্কে “এডমণ্ড দে বেলামি”

বিজ্ঞাপন

কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আঁকা প্রথম ছবি নিলামে উঠল। বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক নিলামে বিশ্বের প্রথম কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আঁকা ছবি 4,32,000 মার্কিন ডলারে (প্রায় 3.2 কোটি টাকা) বিক্রি হল। এই প্রথম কোন বড় নিলাম সংস্থা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের আঁকা ছবি বিক্রি করল।

এই ছবিতে এক ব্যক্তিকে কালো কোট পরে দেখা গিয়েছে। ছবিটি সোনালি ফ্রেমে বাঁধানো রয়েছে। এক ঝলকে এই ছবিতে “এডমণ্ড দে বেলামি” কে দেখে অষ্টাদশ বা উনবিংশ শতকের কোন শিল্পকার্য বলে ভুল করতে পারেন অনেকেই।

তবে কাছে গেলে এই ছবির তফাৎ চোখে পড়বে। দেখে মনে হবে সঠিকভাবে শেষ করা হয়নি এই ছবিটি। শিল্পীর স্বাক্ষরের পরিবর্তে এই ছবির নীচে রয়েছে অঙ্কের সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে এই ছবিটি আঁকা হয়েছে।

ফ্রেঞ্চ কালেক্টিভের মস্তিস্কপ্রসুত এই ছবি। শিল্পে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ছোঁইয়া দিতেই এই পরিকল্পনা করা হয়েছিল। এই ছবি আঁকার আগে কম্পিউটারে 15,000 ক্লাসিস পোট্রেট ছবি চালানো হয়।

একবার কম্পিউটারে সফটওয়্যার ছবি আঁকার নিয়ম বুঝে যাওয়ার পরে Google ডেভেলপার ইয়ান গুডফেলো নতুন অ্যালগোরিদন তৈরী করেন। এর পরেই একের পর এক ছবি আঁকার কাজ শুরু হয়।

মোট 11টি ছবি পছন্দ করেছে ফ্রেঞ্চ কালেক্টিভ। এই ছবিগুলির নাম রাখা গয়েছে “বেলামি ফ্যামিলি”। এর মধ্যে একটি ছবি বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিলাম করা হয়েছে।

নিলামের আগে এই ছবির দাম রাখা হয়েছিল 7,000 থেকে 10,000 মার্কিন ডলার। টেলিফোনে এক ব্যক্তি এই নিলাম থেকে 4,32,000 মার্কিন ডলারে (প্রায় 3.2 কোটি টাকা) বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে আঁকা ছবি কিনে নেন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে শেষ মুহূর্তের অফার, দুর্ধর্ষ ফিচার্সের ফোন 12,000 টাকা সস্তায় কিনুন
  2. OnePlus-এর ইতিহাসে প্রথম 7300mAh ব্যাটারির ফোন আসছে, বড় ঘোষণা করল সংস্থা
  3. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  4. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  5. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  6. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  7. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  8. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  9. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  10. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »