কখন, কোথায় দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ? গ্রহণ সম্পর্কে ভুল ধারনাগুলি কী?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 5 জানুয়ারী 2019 19:44 IST

শিল্পীর কল্পনায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

জোতির্বিজ্ঞানীদের কাছে 2019 সাল খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন বছরের প্রথম মাস। জানুয়ারি মাসেই পৃথিবী থেকে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ দেখা যাবে। 6 জানুয়ারি এশিয়ার কিছু দেশ থেকে খন্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা গেলেও সব আকর্ষন কেড়ে নিচ্ছে মাসের শেষের চন্দ্রগ্রহণ।

20-21 জানুয়ারি এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাথে বোনাস হিসাবে থাকছে ‘সুপার ব্লাড উলফ মুন'।

2021 সালের 26 মে তারিখের আগে এটাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

চাঁদ ও সূর্যের মাঝে এক সরলরেখায় পৃথিবী চলে এলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পরে। এই মহাজাগতিক ঘটনা চন্দ্রগ্রহণ নামে পরিচিত। পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে গেলে সেই ঘটনাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়।

 

আরও পড়ুন: বিরল ‘সুপার ব্লাড মুন' দেখা যাবে জানুয়ারিতে

 

ব্লাড মুন কী?

চাঁদ প্ররথিবী ও সূর্য এক সরলরেখায় এলে পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢাকা পড়ে যায়। সেই সময় সূর্যের আলো সরাসরি চন্দ্রপৃষ্ঠে না পড়লেও পৃথিবীর বায়ুমন্ডল থেকে প্রতিসৃত আলো চাঁদের মাটিতে পৌঁছায়। তখন চাঁদকে লাল দেখায়। এই ঘটনাকে ‘ব্লাড মুন' নামে আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।

Advertisement

সুপারমুন কী?

এই মাসের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসবে। সেই কারনে চাঁদকে তুলনামুলক বড় মনে হবে। এই ঘটনাকে ‘সুপারমুন' আখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা।

 

আরও পড়ুন: 2019 সালে পাঁচটি গ্রহণের দুটি দেখা যাবে ভারত থেকে 

Advertisement

 

উলফ মুন কী?

জানুয়ারি মাসের পূর্ণিমা ‘উলফ মুন' নামে পরিচিত। নেটিভ আমেরিকান ও ইউরোপিয়ানরা এই নাম রেখেছিলেন। বিশ্বের অন্য প্রান্তে ক্ষুধার্ত নেকড়েদের খাদ্যের অভাবে ডাকার কারনেই এই পূর্ণিমার নাম হয়েছে ‘উলফ মুন'।

কবে, কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে?

Advertisement

আগামী 21 জানুয়ারি ভারতীয় সময় সকাল 10 টা 11 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। 62 মিনিট ধরে চলবে এই গ্রহণ। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। পূর্ব আফ্রিকা ও পূর্ব ইউরোপ থেকে এই গ্রহণের শুরু দেখা গেলেও অল্প সময়ের মধ্যেই চাঁদ দিগন্তে অস্ত যাবে। পশ্চিম ইউরোপ, উত্তর ও দুখিণ আমেরিকা থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।

2018 সালের 27 জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।

 

আরও পড়ুন: রবিবাসরীয় সূর্যগ্রহণ: কোথায়, কখন দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা?

2018 সালে জার্মানী থেকে 'ব্লাড মুন' দেখা যাচ্ছে

কীভাবে দেখবেন এই চন্দ্রগ্রহণ?

আকাশে চন্দ্রগ্রহণ দেখা খুবই সহজ। খালি চোখেই দেখা যায় এই মহাজাগতিক ঘটনা। তবে আগেই জানানো হয়েছে ভারত থেকে জানুয়ারি মাসের চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে আপনি আফ্রিকা, ইউরোপ বা আমেরিকায় থাকলে নির্দিষ্ট সময়ে আকাশে চাঁদের দিকে তাকালে চন্দ্রগ্রহণ দেখতে পাবেন। এই গ্রহণ দেখার জন্য কোন বিশেষ টেলিস্কোপের প্রয়োজন হবে না।

চন্দ্রগ্রহণ সম্পর্কে কয়েকটি ভুল ধারনা

NASA –র ওয়েবসাইটে জানানো হয়েছে ‘সুপারমুন' এর কারনে কখনওই বন্যা, ভুমিকম্প, বা জ্বালামুখী বিষ্ফোরণ হয় না।

তবে জোয়ার-ভাঁটায় টান বাড়ে ‘সুপারমুন' এর সময়। এই দিন পৃথিবীপৃষ্ঠে চাঁদের টান 42 শতাংশ বেশি থাকবে। তবে এই কারনে কোন প্রাকৃতিক দূর্যোগ হবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 ফ্ল্যাগশিপ ফোনের সংজ্ঞা বদলে দেবে, এই প্রথম বেস মডেলে 200MP টেলিফটো ক্যামেরা
  2. Vivo V70 সিরিজ দাম ও স্পেসিফিকেশন লঞ্চের আগেই ফাঁস, দেখতে যেন আইফোন
  3. Tecno Pop 20: টেকনোর নতুন বাজেট ফোন হাজির, নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই যাবে কল-মেসেজ
  4. Honor Robot Phone: বিশ্বের প্রথম রোবট ফোন লঞ্চ হচ্ছে মার্চে, পিঠ থেকে বেরোবে ক্যামেরা, নিজেই ঘুরে তুলবে ছবি
  5. এই দুই Jio প্ল্যানে Netflix ফ্রিতে দেখুন, সাথে 84 দিন আনলিমিটেড কলিং এবং দৈনিক 3 জিবি ডেটা
  6. Vivo ও iQOO ইউজারদের জন্য সুখবর, Android 16 এবং OriginOS 6 আপডেট চলে এল প্রচুর ফোনে
  7. Motorola Signature ভারতে 16GB র‍্যাম, 50MP সেলফি ক্যামেরা, 7 বছর Android আপডেটের সাথে লঞ্চ হল
  8. UPI Kill Switch: প্রতারকদের খেলা শেষ, আমজনতার টাকা সুরক্ষিত রাখতে বিরাট পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র
  9. পাওয়ার ব্যাংক কিনবেন? Flipkart সেলে 20,000mAh ব্যাটারির মাত্র 899 টাকায়
  10. Realme Neo 8 ঝড় তুলে 16GB র‍্যাম ও 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল, কম দামে প্রিমিয়াম ফোনের মতো ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.