2019 সালে বিশ্ব ব্যাপী মোট পাঁচটি গ্রহন দেখা যাবে। এর মধ্যে ভারত থেকে দেখা যাবে দুটি গ্রহণ।
6-17 জুলাই এর খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে
2019 সালে বিশ্ব ব্যাপী মোট পাঁচটি গ্রহন দেখা যাবে। এর মধ্যে ভারত থেকে দেখা যাবে দুটি গ্রহণ।
বছরের প্রথমটি একটি সূর্যগ্রহণ। 6 জানুয়ারি, ববিবার এই গ্রহণ হবে। তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। সংবাদ সংস্থা পিটিআই কে এই কথা জানিয়েছেন উজ্জয়িনের জিওয়াজি পর্যবেক্ষণাগারের প্রধান ডঃ রাজেন্দ্রপ্রকাশ গুপ্তা।
আরও পড়ুন: কখন, কোথায় দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ? গ্রহণ সম্পর্কে ভুল ধারনাগুলি কী?
বছরের দ্বিতীয়টি একটি চন্দ্রগ্রহণ। 21 জানুয়ারি এই গ্রহণ হবে। এই গ্রহণও ভারত থেকে দেখা যাবে না। গ্রহণের সময় ভারতে দিন থাকবে।
2-3 জুলাই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ থেকেও বঞ্চিত থাকবেন ভারতবাসী। এই গ্রহণের সময় ভারতে রাত থাকবে বলে জানিয়েছেন ডঃ গুপ্তা।
আরও পড়ুন: রবিবাসরীয় সূর্যগ্রহণ: কোথায়, কখন দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা?
16-17 জুলাই একটি খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ হবে। ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে। পরে বছরের শেষে 26 ডিসেম্বর সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে।
ডঃ গুপ্তা বলেন, 2018 সালেও পাঁচটি গ্রহণ দেখা গিয়েছিল। এর মধ্যে দুটি ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর তিনটি খন্ডগ্রাস সূর্যগ্রহণ।
আরও পড়ুন: বিরল ‘সুপার ব্লাড মুন' দেখা যাবে জানুয়ারিতে
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Supermoon and Geminid Meteor Shower 2025 Set to Peak Soon: How to See It