ভারতের আকাশে এই গ্রহণ দেখা না গেলেও অনলাইনে লাইভ দেখা যাচ্ছে এই মহাজাগতিন ঘটনা। তবে ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই গ্রহণ দেখা যাচ্ছে। এর পরে আবার 2021 সালের মে মাসে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।
চাঁদ ও সূর্যের মাঝে এক সরলরেখায় পৃথিবী চলে এলে পৃথিবীর ছায়া চাঁদের উপরে পরে। এই মহাজাগতিক ঘটনা চন্দ্রগ্রহণ নামে পরিচিত। পৃথিবীর ছায়ায় চাঁদ সম্পূর্ণ ঢেকে গেলে সেই ঘটনাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলা হয়।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় ‘সুপার ব্লাড মুন’ দেখা যাবে। এর পরে আবার 2021 সালের 26 জুন দেখা যাবে পূর্ঙরাস চন্দ্রগ্রহণ। 2018 সালের 27 জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।