Photo Credit: NASA/ Hinode/ XRT
2019 সাল শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। গোটা বিশ্বের মানুষ এখন বড়দিন আর নতুন বছর উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত। উৎসবের মরশুমের মাঝেই বছরের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন ভারত সহ এশিয়ার একাধিক দেশের মানুষ। চলতি সপ্তাহের বৃহস্পতিবার, 26 ডিসেম্বর 2019 সালের শেষ সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন দেশবাসী। ভারত, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, সৌদি আরব, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
বলয়গ্রাস সূর্যগ্রহণ কী?
পৃথিবী ও সূর্যের মধ্যে এক সরলরেখায় চাঁদ এসে গেলে সেই ছাড়ায় পৃথিবী পৃষ্ঠে পড়ে। এই মহাজাগতিক ঘটনার নাম সূর্যগ্রহণ। যদিও এই মুহূর্তে চাঁদ পৃথিবী থেকে কিছুটা দূরে থাকার কারণে চাঁদের প্রচ্ছায়া পৃথিবীর উপরে পড়বে। এর ফলে সূর্যকে একটি বলয়ের মতো দেখাবে।
কখন দেখা যাবে সূর্যগ্রহণ?
26 ডিসেম্বর ভারতীয় সময় সকাল 7 টা 59 মিনিট 53 সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। বলয়গ্রাস গ্রহণ শুরু হবে ভারতীয় সময় সকাল 9 টা 04 মিনিট 33 সেকেন্ডে। বলয়গ্রাস গ্রহণ শেষ হবে ভারতীয় সময় দুপুর 12 টা 30 মিনিট 55 সেকেন্ডে। এর পরে গ্রহণ শেষ হবে দুপুর 1 টা 35 মিনিট 40 সেকেন্ডে। দক্ষিণ ভারত, উত্তর/পূর্ব আফ্রিকা, দক্ষিণ এশিয়া ও উত্তর/পূর্ব অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে।
গ্রহণ | ভারতীয় সময় |
---|---|
সূর্যগ্রহণ শুরুর সময় | 26 ডিসেম্বর, সকাল 07:59:53 |
বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু | 26 ডিসেম্বর, সকাল 09:04:33 |
বলয়গ্রাসের সর্বোচ্চ পর্যায় | 26 ডিসেম্বর, সকাল 10:47:46 |
বলয়গ্রাস সূর্যগ্রহণ শেষ | 26 ডিসেম্বর, দুপুর 12:30:55 |
সূর্যগ্রহণ শুরুর সময় | 26 ডিসেম্বর, দুপুর 13:35:40 |
অনলাইনে সূর্যগ্রহণ দেখবেন কীভাবে?
Slooh.com ওয়েবসাইট থেকে এই সূর্যগ্রহণ লাইভ স্ট্রিম করা হবে। এছাড়াও YouTube থেকে গ্রহণের দিন ভারতীয় সময় সকাল 8 টায় গ্রহণের অনলাইন স্ট্রিম শুরু হবে।
সুরক্ষিত উপায়ে সূর্যগ্রহণ দেখবেন কীভাবে?
নিজে চোখে সূর্যগ্রহণ দেখার আগে চোখের সঠিক সুরক্ষা অবশ্যই নিতে হবে। খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চিরতরে চোখের ক্ষতি হতে পারে।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন