সাময়িকভাবে পিছিয়ে গেলেও ভবিষ্যতে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা থেকে সরছে না WhatsApp। সম্প্রতি এক মিডিয়া রিপোর্টে এই কথা জানানো হয়েছে। সম্প্রতি এক রিপোর্টে জানানো হয়েছিল WhatsApp-এ বিজ্ঞাপন না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে Facebook। বিশ্বব্যাপী 150 কোটি গ্রাহক এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন। শুরুতে জানা গিয়েছিল চ্যাটের ভিতরে বিজ্ঞাপন না দেখিয়ে স্ট্যাটাসে বিজ্ঞাপন দেখাতে পারে WhatsApp।
যদিও WhatsApp-এ বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা এখনও পুরোপুরি বন্ধ করেছে Facebook। এই কাজের সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে এই তথ্য পেয়ে একটি রিপোর্ট সামনে এসেছে।
একাধিক ডিভাইসে একসঙ্গে ব্যবহার করা যাবে WhatsApp, আসছে নতুন ফিচার
WhatsApp-এ কীভাবে বিজ্ঞাপন দেখানো হবে? এই প্রশ্নের উত্তরে সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে ফোন নম্বর ব্যবহার করে Facebook ও WhatsApp অ্যাকাউন্ট মিলিয়ে গ্রাহকের ফোনে বিজ্ঞাপন পাঠানো হবে। এই জন্য Facebook Messenger, WhatsApp ও Instagram-কে এক ছাতার তলায় আনছে Facebook।
চলতি বছরের শুরুতে Facebook প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন কোম্পানির সব মেসেজিং অ্যাপ এক ছাতার তলায় আনতে কিছুটা সময় লাগবে। 2020 সালের শেষ ভাগে এই কাজ শেষ হতে পারে। তাই এখনই WhatsApp-এ বিজ্ঞাপন দেখানো শুরু হওয়ার সম্ভাবনা কম।
যদিও Facebook-এর তথ্য ব্যবহার করে WhatsApp-এ বিজ্ঞাপন দেখালে কোম্পানির সুরক্ষা নিয়ে আবার বড়সড় প্রশ্ন উঠতে পারে। WhatsApp-কে ব্যক্তিগত তথ্য সরবরাহ বন্ধ করতে Facebook অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন অনেকেই।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন