অনেক দিন ধরেই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে কাজ করছে WhatsApp। এবার অ্যানড্রয়েড বিটা ভার্সনে এই ফিচার পাঠাল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।
Photo Credit: WABetaInfo
WhatsApp অ্যানড্রয়েড বিটা ভার্সনে নতুন ফিচার পৌঁছেছে
অনেক দিন ধরেই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে কাজ করছে WhatsApp। গত বছর আইফোন বিটা ভার্সনে প্রথম এই ফিচার দেখা গিয়েছিল। এই ফিচারে একই WhatsApp অ্যাকাউন্ট থেকে একাধিক ডিভাইসে একই সঙ্গে লগ ইন করা যাবে। এবার অ্যানড্রয়েড বিটা ভার্সনে এই ফিচার পাঠাল জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি। এর ফলে একের বেশি ডিভাইসে একই সঙ্গে একই অ্যাকাউন্ট থেকে WhatsApp ব্যবহার করা যাবে। এছাড়াও সাম্প্রতিকতম বিটা ভার্সনে নতুন নামে ডিলিট মেসেজ ফিচার ফিরে এসেছে।
WhatsApp বিটা ভার্সন 2.20.110 এ নতুন ফিচারগুলি যোগ হয়েছে। WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে এই তথ্য প্রকাশ্যে এসেছে।
একাধিক ডিভাইস থেকে লগ ইন করলে সব চ্যাট কনট্যাক্টকে সেই বিষয়ে জানিয়ে দেবে WhatsApp। যেহেতু WhatsApp-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে তাই নতুন ডিভাইস অ্যাড করলে নতুন এনক্রিপশন কি যোগ করতে হবে।
![]()
এছাড়াও সাম্প্রতিকতম বিটা ভার্সনে ডিলিট মেসেজ ফিচার সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। ‘Expiring Messages' নামে এই ফিচারে কোন মেসেজ পাঠানোর পরে তা নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যাবে। কত সময় পরে মেসেজ ডিলিট হবে তা ঠিক করতে পারবেন গ্রাহক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Turbo 6, Turbo 6V Launched With 9,000mAh Battery, Snapdragon Chipsets: Price, Specifications
ChatGPT vs Gemini Traffic Trend in 2025 Shows Why OpenAI Raised Code Red