কয়েক মাস আগেই গোটা বলিউড ও মিডিয়া জগতকে কাঁপিয়ে দিয়েছিল #MeToo বিপ্লব। 2018 সালে Instagram প্ল্যুয়াটফর্মে মোট 15 লক্ষ বার #MeToo হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যান্টফর্ম Instagram।
বছর শেষের রিপোর্টে Instagram জানিয়েছে 2018 সালে #timesup হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে 5.97 লক্ষ বার আর #marchforourlives ব্যবহার হয়েছে 5.62 লক্ষ বার। অর্থপূর্ণ কারণে Instagram কতটা কাজের প্ল্যাটফর্ম সেই কথাই প্রমাণ করে এই তথ্য।
“ভারতের Instagram গ্রাহকরা প্রধানত নিজেদের ভালোবাসার জিনিস শেয়ার করতে বেশি পছন্দ করেছেন 2018 সালে।”
“2018 সালে Instagram এ সবথেকে জনপ্রিয় হ্যাশট্যাগ #love। জনপ্রিয় হতাশট্যাগের তালিকায় এর পরেই রয়েছে #instagood আর #fashion। ভারতে এই বছর #lovequotes হ্যাশট্যাগ বুপিল জনপ্রিয়তা পেয়েছে।” সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।
গেমিং এ Instagram এ এক নম্বর হ্যাশট্যাগের তকমা ছিনিয়ে নিয়েছে #Fortnite।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন