মার্কিন যুক্তরাষ্ট্রে তরুন প্রজন্মের সবথেকে পছন্দের সোশ্যাল মিডিয়া Snapchat। নতুন এক সমীক্ষায় জানা গিয়েছে মার্কিন মুলুকে তরুন প্রজন্মের কাছে জনপ্রিয়তায় Facebook ও Instagram কে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে Snapchat। 2018 সালে সেই দেশে 12 থেকে 17 বছর বয়সী Snapchat ব্যবহারকারীর সংখ্যা 1.64 কোটি। অন্যদিকে মাত্র 1.28 কোটি 12 থেকে ১৭ বদমপদী বয়সী মার্কিন নাগরিক Instagram ব্যবহার করে। এই রিপোর্টে জানানো হয়েছে 2022 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে তরুন প্রজন্মের কাছে এই জনপ্রিয়তা ধরে রাখবে Snapchat।
“মার্কিন যুক্তরাষ্ট্রে তরুন প্রজন্মের কাছে সবথেকে জনপ্রিয় সোশ্যাল প্ল্যাটফর্ম Snapchat ও Instagram। এই বছরে একই পরিমান তরুন নাগরিক এই দুই সোশ্যাল প্ল্যান্টফর্ম ব্যবহার শুরু করবে।” বলে জানিয়েছেন ক্রিস্টোফার বেন্ডসেন নামের এক সিনিয়ার অ্যানালিস্ট।
এই রিপোর্টে আরও বলা হয়েছে, “12 থেকে 17 বছর বয়সী তরুনরা ক্রমশ Snapchat” ব্যবহার শুরু করবে। অন্যদিকে এই বয়সের গ্রাহক হারাতে থাকবে Facebook। আমাদের হিসাব মতো 2022 সালের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে 12 লক্ষ নতুন 12 থেকে 17 বছর বয়সী Snapchat যোগদান করবে। এই সময়ে এই বয়সের 22 লক্ষ গ্রাহক Facebook ব্যবহার বন্ধ করবেন।”
এই বছরে 12 থেকে 17 বছর বয়সী মার্কিন ফেসবুক গ্রাহকের সংখ্যা 1.15 কোটি। যা আগের বছরে ছিল 1.21 কোটি। 2022 সালে এই সংখ্যাটি কমে হবে মাত্র 93 লক্ষ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন