195 টাকার নতুন জিও প্ল্যানের সাথে ব্যবহারকারীরা Jio Hotstar-এ বিনামূল্যে সাবস্ক্রিপশনের সুবিধা পাবে
Photo Credit: Reuters
প্ল্যানটি 90 দিনের বৈধতার সাথে 15GB উচ্চ গতির ইন্টারনেট নিয়ে আসে
রিলায়েন্স জিও প্রিপেইড মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যানের উন্মোচন করেছে, যেটি মূলত ভারতে ICC Men's Champions Trophy যারা দেখছেন তাদের লক্ষ্য করে একগুচ্ছ সুবিধা নিয়ে এসেছে। এটি JioHotstar-এ একটি সৌজন্যমূলক সাবস্ক্রিপশনের অফার প্রদান করছে, এই স্ট্রিমিং পরিষেবাটি JioCinema এবং Hotstar-এর সংযুক্তকরণে লঞ্চ হয়েছে, যেটি গ্রাহকরা ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি সিনেমা, শো, অ্যানিমি, ডকুমেন্টারি এবং লাইভ স্পোর্ট ইভেন্টগুলি চালানোর সুবিধা দেয়। Cricket Data প্যাকে অন্যান্য সুবিধাও যুক্ত করা হয়েছে।
JioHotstar কিছু মাসিক এবং বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে, যার দ্বারা ব্যবহারকারীরা কনটেন্টগুলি স্ট্রিম করার জন্য সাবস্ক্রাইব করতে পারবেl অন্যদিকে রিলায়েন্স জিওর সাবস্ক্রাইবাররা এখন একটি বিশেষ রিচার্জ প্ল্যান পাওয়ার জন্য একটি সৌজন্যমূলক প্রবেশাধিকার পাবে। 195-টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের মাধ্যমে জিও 90 দিনের জন্য সৌজন্যমূলক বিজ্ঞাপন সমর্থিত JioHotstar-এ সাবস্ক্রিপশনের অফার দিচ্ছে।
আলোচিত প্লানটির বৈধতা 90 দিনের এবং এটি শুধুমাত্র ডেটার সুবিধা দেবে। গ্রাহকরা মোট 15জিবি হাই-স্পিড ইন্টারনেট পাবে। এই টেলিকমিউনিকেশনের অপারেটর অনুযায়ী অনুমতি প্রাপ্তি ডেটা প্ল্যানটি শেষ হয়ে যাওয়ার পর ডাউনলোড স্পিড কমে 64kbps হয়ে যাবে।
যাইহোক এটা মনে রাখা প্রয়োজন যে,এটি একটি অ্যাড-অন ডেটা প্যাক এবং কাজ করার জন্য সক্রিয় বৈধতার সাথে একটি উপস্থিত রিলায়েন্স জিওর প্রিপেইড বেস প্ল্যানের প্রয়োজন আছে। উল্লেখযোগ্য বিষয় হলো JioHotstar-এর অ্যাড সমর্থিত প্ল্যানটি শুরু হচ্ছে মাসিক 149 টাকা থেকে। এটি মোবাইল ডিভাইসে 720p রেজোলিউশন কনটেন্টগুলি দেখতে পারবে। JioHotstar-এর উপরের দিকে প্লানগুলির দাম মাসিক 299 টাকা এবং বার্ষিক 1,499 টাকা।
যেসব গ্রাহক বেশি পরিমান ডেটার প্রয়োজন বোধ করেন, তাদের জন্য টেলিকম কোম্পানী সম্প্রতি JioHotstar-এ সাবস্ক্রিপশনের জন্য একটি 949 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে, যেটি একইভাবে বিজ্ঞাপনগুলিকে সমর্থন করে। যাই হোক এটিতে 195 টাকার প্ল্যানের মতো মোট ডেটার পরিমান দেওয়া হয়নি, এই প্ল্যানটিতে প্রতিদিন 2 জিবি করে হাই-স্পিড 5G ডেটার সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্ল্যানটি অপরিসীম ভয়েস কল এবং প্রতিদিন 100টি করে SMS এর মতো সুবিধাও প্রদান করছে।
অন্যদিকে এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি JioCloud এবং JioTV-র মতো অন্যান্য জিও অ্যাপগুলোতে প্রবেশাধিকার দিচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Infinix Teases New Smartphone Co-Designed With Pininfarina, Launch Set for Next Month
Cyberpunk 2077 Sells 35 Million Copies, CD Project Red Shares Update on Cyberpunk 2 Development