প্রকাশিত হলো বিভিন্ন টেলিকম অপারেটরের ডাউনলোড স্পিডের তালিকা
Photo Credit: Reuters
২০২৪ সালের দ্বিতীয়ার্ধে রিলায়েন্স জিও ভারতের সেরা মোবাইল নেটওয়ার্ক হিসেবে রেট পেয়েছে।
একটি বাজার-ভিত্তিক সার্ভে অনুযায়ী 2024-সালের দ্বিতীয়ার্ধে (H2) সমগ্র ভারতে রিলায়েন্স জিও সমস্ত প্রযুক্তির মিলিয়ে সবচেয়ে দ্রুততর নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা হিসেবে চিহ্নিত করা হয়েছে।এছাড়াও এই টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানটি,তার ব্যবহারকারীদের বেশিরভাগ সময় 73.7% জিওর 5G নেটওয়ার্ক ব্যবহার করার সাথে শহর জুড়ে উচ্চস্পিড সম্পন্ন 5G-নেটওয়ার্ক প্রদানের ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করছে। অন্যদিকে 2024-সালের দ্বিতীয়ার্ধে ‘Bharti Airtel' সেরা ভিডিও স্ট্রিমিং করার অভিজ্ঞতার পাশাপাশি 5G গেমিং অভিজ্ঞতা প্রদান করেছে বলে জানা গিয়েছে।2024 সালের দ্বিতীয়ার্ধে Ookla-এর স্পিডটেস্ট কানেক্টিভিটি রিপোর্ট:ওয়েব অ্যানালাইসিস সার্ভিস Ookla-এর পক্ষ থেকে পেশ করা 2024-সালের দ্বিতীয়ার্ধের (জুলাই থেকে ডিসেম্বর) স্পিড-টেস্ট কানেক্টিভিটি রিপোর্ট অনুযায়ী,স্পিড-টেস্ট ইন্টিলিজেন্স ডেটার ভিত্তিতে জিও সর্বোচ্চ 174.89 স্পিড-স্কোর পেয়েছে,যার ফলে এটি ভারতে দ্রুততর মোবাইল নেটওয়ার্ক হিসেবে নাম অর্জন করেছে।এই টেলিকম অপারেটরটি সমস্ত প্রযুক্তি মিলিয়ে গড়ে 158.63-Mbps ডাউনলোড স্পিডের জন্য রেকর্ড করেছে, যেখানে 100.67-Mbps ডাউনলোড স্পিডের জন্য এয়ারটেল দ্বিতীয় স্থান পেয়েছে এবং তালিকায় ভোডাফোন আইডিয়া (VI) তৃতীয় স্থান পেয়েছে, যার ডাউনলোড স্পিড 21.60 Mbps।
5G-নেটওয়ার্কের ক্ষেত্রে, জিও আবারও ভারতের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে র্যাঙ্ক করেছে, যারা গড়ে 258.54 Mbps এবং 55-ms লাটেন্সির সাথে 5G ডাউনলোড স্পিড দিয়েছে।এয়ারটেল গড়ে 205.1-Mbps 5G ডাউনলোড স্পিডের সাথে দ্বিতীয় স্থান পেয়েছে। Vi এই র্যাঙ্কের মধ্যে পড়ে না, lকারণ সম্প্রতি তারা দেশে তাদের 5G পরিষেবা শুরু করেছে।
Ookla-এর বিশ্লেষণ অনুযায়ী মুকেশ আম্বানি অধিনস্ত টেলিকম অপারেটর সংস্থাটি ভারতে সবচেয়ে বেশি 5G উপলব্ধতার পাশাপাশি দ্রুততম মোবাইল কভারেজ অফার করে,যে 65.66 কভারেজ স্কোর অর্জন করেছে, অন্যদিকে এয়ারটেল 58.17 স্কোরের সাথে এরপরই নিজের স্থান পেয়েছে।
অন্যদিকে 2024-সালের দ্বিতীয়ার্ধে (H2) 5G-নেটওয়ার্কের উপর কোনো সেরা ভিডিও অভিজ্ঞতা প্রদানকারী প্রতিষ্ঠান নেই, সেখানে এয়ারটেল ভারতে সেরা মোবাইল ভিডিও অভিজ্ঞতা দেয় বলে জানা গিয়েছে, যাদের 65.73 ভিডিও স্ট্রিমিং স্কোর আছে।এছাড়াও রিপোর্টে এটিকে 80.17 5G গেম-স্কোরের সাথে বাজারের সেরা 5G গেমিং অভিজ্ঞতা প্রদানকারী জানানো হয়েছে।
যাইহোক গ্রাহকরা সমস্ত দিক বিচার করে জিওর থেকে এয়ারটেলকে বেশি রেটিং দিয়েছে।স্পিডটেস্ট ব্যবহারকারীরা এয়ারটেলকে ভারতে বেশি রেটিং সম্পন্ন মোবাইল প্রোভাইডার হিসেবে ভোট করেছে, যারা 5-এর মধ্যে 3.45 স্কোর পেয়েছে। BSNL এবং জিও দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছে, যাদের স্কোর যথাক্রমে, 3.34 এবং 3.27।এই সার্ভেতে জানা গিয়েছে যে, 2024 সালের দ্বিতীয়ার্ধ (H2) ‘Excitel'-ভারতে দ্রুততম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (ISP), যাদের গড় ডাউনলোড স্পিড ছিল 117.21-Mbps এবং গড় আপলোড স্পীড ছিল 110.96-Mbps।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
All India Rankers Now Streaming on Netflix: What You Need to Know
Andhra King Taluka OTT Release: When and Where to Watch Ram Pothineni’s Telugu Film