199 টাকা প্ল্যানে ডাটা বাড়ালেও এখনও কোম্পানির 399 টাকা, 448 টাকা ও 509 টাকা প্ল্যানে দিনে 1.4GB করে ডাটা দিচ্ছে। এই প্ল্যানগুলিতে অতিরিক্ত ডাটা দেওয়ার ব্যাপারে কোন মন্তব্য করেনি গুরুগ্রামের কোম্পানিটি।
199 টাকা প্রিপেড প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যাবে
199 টাকা প্রিপেড প্ল্যানে অতিরিক্ত ডাটা দিতে শুরু করল Airtel। পরিবির্তনের পরে 199 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডাতা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। আগে একই প্ল্যানে গ্রাহকরা 1.4GB ডাটা পেতেন। 199 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ এই প্ল্যানে মোট 2.8GB বেশি ডাটা ব্যবহার করতে পারবেন Airtel প্রিপেড গ্রাহকরা।
Airtel প্রিপেডে 199 টাকা প্রিপেড প্ল্যানে পরিবর্তনের পরে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। 199 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
আগে 199 টাকা প্ল্যানে দিনে 1.4GB ডাটা ব্যবহার করা যেত। এর সাথেই ছিল আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। 199 টাকা প্ল্যানের ভ্যালিডিটি আগেও 28 দিন ছিল।
আরও পড়ুন: দুই দিনে ‘পোর্ট' না করলেই জরিমানা, জানিয়ে দিল TRAI
আরও পড়ুন: অবিশ্বাস্য দামে 28 দিন ভ্যালিডিটি দিচ্ছে Airtel
199 টাকা প্ল্যানে ডাটা বাড়ালেও এখনও কোম্পানির 399 টাকা, 448 টাকা ও 509 টাকা প্ল্যানে দিনে 1.4GB করে ডাটা দিচ্ছে। এই প্ল্যানগুলিতে অতিরিক্ত ডাটা দেওয়ার ব্যাপারে কোন মন্তব্য করেনি গুরুগ্রামের কোম্পানিটি।
সম্প্রতি 199 টাকায় 1.5GB ডাটা দিতে শুরু করেছিল Vodafone । আগে এই প্ল্যানে 1.4GB ডাটা দিত Vodafone। এর সাথেই 199 টাকা প্ল্যানে Vodafone গ্রাহকরা আনলিমিটেড কল, দিনে 100 টি SMS আর 28 দিন ভ্যালিডিটি পান।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন