148 টাকা Airtel প্রিপেড প্ল্যানে মোট 3GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
148 টাকা প্ল্যানের সাথে দিনে 100 টা SMS ব্যবহার করা যাবে
148 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Airtel। এই প্ল্যানের সাথে থাকছে 3GB ডেটা। সাথে থাকছে আনলিমিটেড কল। নতুন এই প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এর ঠিক পাশেই রয়েছে 145 টাকা প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে থাকছে 145 টাকা টকটাই, 1GB ডেটা আর 42 দিন ভ্যালিডিটি। নতুন 148 টাকা প্ল্যানের সাথে দিনে 100 টা SMS ব্যবহার করা যাবে। এর সাথেই বিনামূল্যে Airtel TV আর Wynk Music সাবস্প্রিপশন পাওয়া যাবে।
আপাতত অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা আর কর্ণাটক সার্কেলের গ্রাহকরা এয়ারটেল 148 টাকা প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন। শিঘ্রই অন্যান্য সার্কেলের গ্রাহকদের জন্যও এই প্ল্যান নিয়ে আসবে Airtel।
148 টাকা Airtel প্রিপেড প্ল্যানে মোট 3GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ 28 দিনে 3GB ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহক। সাথে বিনামূল্যে Airtel TV সাবস্ক্রিপশ্ন পাওয়া যাবে। Airtel TV থেকে 350 -র বেশি লাইভ চ্যানেল আর বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজ দেখা যাবে। এছাড়াও থাকছে বিয়ামূল্যে Wynk Music সাবস্প্রিপশন। এর ফলে অনলাইন স্ট্রিম করে গাম শোনা যাবে।
সম্প্রতি 1,699 টাকা প্ল্যানে আগের থেকে 40 শতাংশ বেশি ডেটা দিতে শুরু করেছে Airtel। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এবার থেকে 1,699 টাকা প্রিপেড প্ল্যানে দিনে 1.4GB ডেটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। Airtel প্রিপেডে 1,699 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। 1,699 টাকা প্রিপেড প্ল্যানে এখনও দিনে 1GB ডেটা দেয় Vodafone।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Google Introduces Vibe Coding to Its AI Studio, Lets Users Create AI Apps With Text Prompts