289 টাকার প্ল্যানের সাথে পাওয়া ডাটা ও বৈধতা বাড়াল Airtel। এবার থেকে 289 টাকার প্ল্যানে মোট 4GB ডাটা আর 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র কলকাতা সার্কেলের গ্রাহকরা এই সুবিধা পাবেন। একই ধরনের সুবিধা সহ সম্প্রতি Vodafone 279 টাকার প্ল্যান লঞ্চ করেছে। Vodafone 279 টাকার প্ল্যানে আনলিমিটেড কল, রোজ 100 টি SMS এর সাথেই 4GB ডাটা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
আগে Airtel 289 টাকার প্ল্যানে 48 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, কর্ণাটক ও কেরালার গ্রাহকদের জন্য এই প্ল্যান বাজারেব এনেছিল Airtel। সেপ্টেম্বর মাসে প্রথম বাজারে এসেছিল 289 টাকার Airtel প্রিপেড প্ল্যান। আগে 289 টাকার প্ল্যানে Airtel গ্রাহকরা আনলিমিটেড কলের সাথেই রোজ 100 টি SMS আর 1GB ডাটা বিনামূল্যে পেতেন। এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 48 দিন। তবে Vodafone এর প্ল্যানে কলিং এ দিনে 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিটের সীমা থাকলেও Airtel প্ল্যানে আনলিমিটেড কল করা যাবে।
আরও পড়ুন: কলকাতাকে দূর্গাপুজোয় কী উপহার দিতে চলেছে Idea?
399 টাকায় Jio 84 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে আনলিমিটেড কলের সাথেই প্রতিদিন 1.5GB ডাটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকবে ত্রোজ 100 SMS ব্যবহারের সুযোগ। সব সার্কেলের Jio গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন