প্রিপেড রিচার্জে BSNL গ্রাহকরা দিনে 2.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। অক্টোবর মাসে এই রিচার্জ করলে অতিরিক্ত 1.5GB ডেটা পাওয়া যাবে। নভেম্বর মাসে রিচার্জ করলে মিলবে অতিরিক্ত 1GB ডেটা।
429 টাকা প্রিপেড প্ল্যানে অতিরিক্ত সুবিধা দিচ্ছে BSNL
Jio -র সাথে প্রতিযোগিতায় গ্রাহকদের নিয়মিত অতিরিক্ত সুবিধা দিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। এবার 429 টাকা প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5GB অতিরিক্ত ডেটা দিতে শুরু করল BSNL। এই প্ল্যানের ভ্যালিডিটি 81 দিন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এবার 429 টাকা প্রিপেড রিচার্জে BSNL গ্রাহকরা দিনে 2.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। অক্টোবর মাসে এই রিচার্জ করলে অতিরিক্ত 1.5GB ডেটা পাওয়া যাবে। নভেম্বর মাসে রিচার্জ করলে মিলবে অতিরিক্ত 1GB ডেটা।
100 টাকার কম দামে ছয় মাস ভ্যালিডিটি দিচ্ছে BSNL, আর কী সুবিধা পাওয়া যাচ্ছে?
429 টাকা প্রিপেড রিচার্জে দিনে 2.5GB ডেটার সাথেই আনলিমিটেড কল আর দিনে 100 টা এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। 429 টাকা BSNL প্রিপেড রিচার্জের ভ্যালিডিটি 81 দিন। সম্প্রতি Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে।
তবে বিভিন্ন সার্কেলে আলাদা ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা। উত্তর প্রদেশ (পশ্চিম) সার্কেলের গ্রাহকরা 349 টাকা, 399 টাকা আর 448 টাকা প্রিপেড রিচার্জের সাথেও অতিরিক্ত 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন।
প্রিপেড প্ল্যান ঢেলে সাজালো Airtel, মিলবে দ্বিগুণ সুবিধা
অক্টোবর মাসের শুরুতে BSNL বাম্পার অফারের বৈধতা শেষ হয়েছিল। আবার অতিরিক্ত ডেটা দিয়ে নতুন গ্রাহক টানার চেষ্টা করছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Amazon Demands Perplexity Stop AI Tool From Making Purchases