Tata Communications-এর সঙ্গে জোট বেঁধে ই-সিম পরিষেবা চালু করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL।
Photo Credit: BSNL
BSNL গত সপ্তাহে দেশজুড়ে 4G পরিষেবা চালু করেছে
Jio, Airtel ও Vi-এর পর দেশজুড়ে ই-সিম (eSIM) পরিষেবা চালু করার ঘোষণা করল BSNL। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ভারতের সর্বত্র 4G পরিষেবার সূচনা করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। এবার টাটা গোষ্ঠীর অধীনস্থ টাটা কমিউনিকেশনস-এর সঙ্গে জোট বেঁধে ই-সিম পরিষেবা চালু করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। এটি আসলে ফিজিক্যাল সিমের ডিজিটাল ভার্সন। এই প্রযুক্তির মাধ্যমে ফোনের মধ্যে আলাদা করে সিম ঢোকাতে হয় না। চিপ বসানো ছোট প্লাস্টিক কার্ডের প্রয়োজন ছাড়াই নতুন কানেকশন নেওয়া যায়। এতদিন বেসরকারি সংস্থাগুলি শুধুমাত্র এই পরিষেবা দিচ্ছিল। এবার সেই তালিকায় নাম লেখাল বিএসএনএল।
বিএসএনএল ব্যবহারকারীরা এখন সহজেই ফোনে সিম ছাড়াই 2G/3G/4G পরিষেবা উপভোগ করতে পারবে। মোবাইলে QR কোড স্ক্যান করেই ই-সিম চালু করা যাবে। জানিয়ে রাখি, বেশ কিছু ফোনের মাদারবোর্ডের ভিতরেই ডিজিটাল সিম বসানো থাকে এবং সেটি সফটওয়্যারের মাধ্যমে চালু করতে হয়। BSNL-এর eSIM পরিষেবা টাটা কমিউনিকেশনসের সাবস্ক্রিপশন ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, Move দ্বারা পরিচালিত হবে।
টাটার ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে টেলিকম সংস্থাটি তাদের বিপুল সংখ্যক গ্রাহকদের সহজে ও নিরাপদভাবে ই-সিম সক্রিয় ও ফিজিক্যাল সিমের প্রয়োজন ছাড়াই নিরবচ্ছিন্ন পরিষেবা সরবরাহ করবে। ডুয়াল-সিম ফোন ব্যবহারকারীরা একটিতে সাধারণ সিম রেখে অন্যটিতে ই-সিম চালু করতে পারবেন। যারা ঘন ঘন বিদেশে যান, তাদের ঝামেলা কমবে। কারণ তারা BSNL সিম বদল না করেই ভ্রমণকালে স্থানীয় টেলিকম অপারেটরদের প্ল্যান নিয়ে বিদেশী নেটওয়ার্কে যুক্ত হতে পারবেন। উল্লেখ্য, তামিলমাড়ুতে প্রথম ই-সিম পরিষেবার সূচনা করেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। আর এখন সেটা দেশব্যাপী মিলবে।
বিএসএনএল বর্তমানে প্রায় 98,000 টাওয়ারের মাধ্যমে 4G পরিষেবা দিচ্ছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংস্থার নেটওয়ার্কের আধুনিকীকরণ সম্পন্ন হয়েছে। ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব ছিল সুইডেন, ডেনমার্ক, চিন, এবং দক্ষিণ কোরিয়ার কাছে। স্বদেশী নেটওয়ার্ক গড়ে তুলতে 37,000 কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার।
বিএসএনএল এখন 5G চালুর প্রস্তুতি নিচ্ছে, যা এই বছরের শেষ নাগাদ দিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে শুরু হতে পারে। প্রসঙ্গত, গত মাসে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে এক বছরের সমঝোতা চুক্তি (মৌ) স্বাক্ষর করেছে তারা। চুক্তি অনুসারে, ইন্ডিয়া পোস্টের 1.65 লক্ষেরও বেশি ডাকঘরে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সিম কার্ড বিক্রি হবে। পাশাপাশি গ্রাহকরা মোবাইলের রিচার্জও করতে পারবে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে সহজে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
HMD Fusion 2 Key Features, Specifications Leaked Online: Snapdragon 6s Gen 4, New Smart Outfits, and More
Google Says Its Willow Chip Hit Major Quantum Computing Milestone, Solves Algorithm 13,000X Faster
Garmin Venu X1 With 2-Inch AMOLED Display, Up to Eight Days of Battery Life Launched in India