পুজোর মধ্যেই ফাইবার ব্রডব্যান্ড প্ল্যানগুলিকে ঢেলে সাজালো BSNL। আপাতত শুধুমাত্র চেন্নাই গ্রাহকরা নতুন প্ল্যান ব্যবহার করতে পারবেন। 999, 1,299, 1,699, 1,999, 2,999 আর 4,999 টাকার প্ল্যানগুলিকে নতুন করে সাজানো হয়েছে। এবার থেকে এই প্ল্যান গুলিতে 100Mbps পর্যন্ত স্পিড আর 3.5TB পর্যন্ত ডাটা ব্যবহার করা যাবে। GigaFiber এর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়াত্ব টেলিকম কোম্পানিটি।
Telecom Talk এ এক রিপোর্টে বলা হয়েছে 999 টাকাতে BSNLপ্ল্যানে এবার 80Mbps স্পিড পাওয়া যাবে। এই প্ল্যানে 600GB হাই স্পিড ডাটা ব্যবহার করা যাবে। এ ডাটা শেষ হলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। এর সাথেই থাকবে সারা ভারতে আনলিমিটেড কল করার সুবিধা। আগে এই প্ল্যানে 60 Mbps স্পিডে 250GB ডাটা ব্যবহার করা যেত।
1299 টাকার প্ল্যানে এবার 100 Mbps স্পিডে 800GB ডাটা ব্যবহার করা যাবে। এছাড়াও 1600 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে পাওয়া যাবে 1.1TB ডাটা। 1999 টাকার প্ল্যানে থাকছে 100 Mbps স্পিডে 1.4 TB ডাটা।
2999 টাকার প্ল্যানে থাকছে 100 Mbps স্পিডে 2TB ডাটা। সর্বোচ্চ 4999 টাকার প্ল্যানে থাকছে 3.5TB ডাটা। আগে এই প্ল্যানে 1.5TB ডাটা পাওয়া যেত।
সব প্ল্যানেই সীমিত ডাটা শেষ হলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। এছাড়াও থাকবে আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কলের সুবিধা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন