শুধুমাত্র চেন্নাই শহরের BSNL গ্রাহকরা নতুন এই প্ল্যানের সুবিধা ব্যবহার করতে পারবেন। বেস প্ল্যানে 999 টাকায় 80 Mbps স্পিডে 600GB ডাটা ব্যবহার করা যাবে। এই লিমিট শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 2Mbps হয়ে যাবে।
4999 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 3.5TB ডাটা পাওয়া যাবে।
Jio GigaFiber রেজিস্ট্রেশান শুরুর পর থেকেই একের পর এক নতুন ফাইবার প্ল্যান সামনে নিয়ে আসছে BSNL। কোম্পানির হাই এন্ড ব্রডব্যান্ড প্ল্যানগুলিকে এবার নতুন করে সাজালো BSNL। এর ফলেই একই টাকায় আগের থেকে বেশি ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এর ফলেই এবার 4999 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 3.5TB ডাটা ব্যবহার করা যাবে। বিস্তারে BSNL এর সবকটি ফাইবার প্ল্যান দেখে নেওয়া যাক।
Telicom Talk ওয়াবসাইটে এক রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র চেন্নাই শহরের BSNL গ্রাহকরা নতুন এই প্ল্যানের সুবিধা ব্যবহার করতে পারবেন। বেস প্ল্যানে 999 টাকায় 80 Mbps স্পিডে 600GB ডাটা ব্যবহার করা যাবে। এই লিমিট শেষ হলে ইন্টারনেট স্পিড কমে 2Mbps হয়ে যাবে। আগের এই প্ল্যানে 60 Mbps স্পিডে 250GB ডাটা ব্যবহার করা যেত।
1299 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 800GB ডাটা ব্যবহার করা যাচ্ছে। অন্যদিকে 1699 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 1.1TB ডাটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে 80Mbps স্পিডে 550 GB ডাটা ব্যবহার করা যেত। 1999 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 1.4TB ডাটা পাওয়া যাবে।
এর পরেই রয়েছে 2999 টাকার প্ল্যান। এই প্ল্যানে 100 Mbps স্পিডে 2TB ডাটা ব্যবহার করা যাবে। আগে এই প্ল্যানে 80 Mbps স্পিডে 800GB ডাটা ব্যবহার করা যেত। সব শেষে 4999 টাকার প্ল্যানে 100 Mbps স্পিডে 3.5TB ডাটা পাওয়া যাবে।
এই সব প্ল্যানেই লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। এর সাথেই থাকছে বিনামূল্যে অয়েস কলের সুযোগ। প্রত্যেক প্ল্যানের সাথেই বিনামূল্যে একটি ইমেল আইডি আর স্টোরেজ পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iOS 26.2 Beta 1 Rolled Out to Developers With Enhanced Safety Alerts, Reminder Alarms