লম্বা ভ্যালিডিটির নতুন প্ল্যান লঞ্চ করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। খরচ 899 টাকা। 899 টাকায় 180 দিন BSNL গ্রাহকরা দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 899 টাকায় মোড় 270GB ডেটা ব্যবহার করতে দেবে BSNL। ইতিমধ্যেই 999 টাকায় 181 দিন রোজ 1.5GB ডেটা দিচ্ছে BSNL। সারা ভারতের সব BSNL গ্রাহক 999 টাকা প্ল্যান ব্যবহার করতে পারলেও শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের BSNL গ্রাহকরা 899 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: এক নম্বরে Jio, চাপে Vodafone
Telecom Talk এ প্রকাশিত এক রিপোর্টে 899 টাকা প্ল্যানে BSNL গ্রাহক দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল (দিল্লি ও মুম্বাই সার্কেল বাদ দিয়ে) দিনে 50 টি SMS। 899 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলের BSNL গ্রাহকরা 899 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL
আগেই জানানো হয়েছে সারা ভারতের গ্রাহইকদের জন্য রয়েছে 999 টাকার BSNL প্ল্যান। এই প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কল (দিল্লি ও মুম্বাই সার্কেল সহ)। 999 তাকা প্ল্যানের ভ্যালিডিটি 181 দিন। লেটেস্ট অফারে 999 টাকা প্ল্যানে গ্রাহকরা রোজ 3.21GB ডেটা ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন