BSNL লঞ্চ করল VoWiFi পরিষেবা
Photo Credit: BSNL
4G চালুর পর থেকেই পরিষেবা উন্নত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL)। গত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি দেশজুড়ে e-SIM (ডিজিটাল সিম) পরিষেবার সূচনা করেছে। এবার তারা ভয়েস ওভার ওয়াই-ফাই বা VoWiFi চালুর ঘোষণা করল। এটি এমন একটি প্রযুক্তি যা মোবাইলে দুর্বল নেটওয়ার্ক থাকা অবস্থায় বা নেটওয়ার্ক পুরো চলে গেলেও, ওয়াই-ফাই ব্যবহার করে ভয়েস কল করতে দেয়। আবার ইনকামিং VoWiFi কল ধরতে দেয়। এর ফলে সিগন্যাল দুর্বল কিন্তু ইন্টারনেটের সুবিধা আছে, এমন জায়গাতেও নিরবচ্ছিন্নভাবে কথা বলা সম্ভব হয়। এতদিন বেসরকারি সংস্থাগুলি এই পরিষেবা দিচ্ছিল। এবার সেই তালিকায় নাম লেখাল বিএসএনএল।
বিএসএনএল ভিওওয়াইফাই ফিচারটি দুর্বল মোবাইল সিগন্যালযুক্ত এলাকায় ওয়াই-ফাই বা ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে কল পরিষেবা চালু রাখে। এটি ঘরের ভিতর বা কম সিগন্যাল জোনে বসবাসকারী ব্যক্তিদের জন্য বিশেষভাবে কার্যকর। তবে এই ফিচারের সুবিধা নিতে গেলে VoWiFi সমর্থনকারী স্মার্টফোনের প্রয়োজন হবে।
বর্তমানে ভারতে বিক্রিত বেশিরভাগ Android ফোন বা iPhone মডেলে প্রযুক্তিটি উপলব্ধ। VoWiFi কলের কোয়ালিটি যেমন বাড়ায়, তেমনই কল ড্রপের সম্ভাবনা কমিয়ে দেয়। ইনডোরেও স্পষ্ট ভয়েস কল করা যায়৷ বিএসএনএল ভিওওয়াইফাই পরিষেবার সবথেকে বড় সুবিধা হল, Wi-Fi ব্যবহার করে কল করার জন্য ব্যবহারকারীদের কোনও অতিরিক্ত চার্জ বা খরচ বহন করতে হবে না।
সংস্থা তাদের অফিসিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে এই বিষয়ে নিশ্চিত করেছে। এবং তারা আরও জানিয়েছে যে, এই পরিষেবা গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করবে। তবে এই পরিষেবা বর্তমানে দেশের দক্ষিণ এবং পশ্চিমাংশে উপলব্ধ। অন্যান্য সার্কেলেও শীঘ্রই লঞ্চের পরিকল্পনা আছে।
প্রসঙ্গত, টাটা কমিউনিকেশনস-এর সঙ্গে জোট বেঁধে গত সপ্তাহে দেশব্যাপী ই-সিম পরিষেবা চালু করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। মোবাইলে QR কোড স্ক্যান করেই ই-সিম চালু করা যাবে। টাটার ডিজিটাল প্ল্যাটফর্মের সাহায্যে সংস্থাটি তাদের বিপুল সংখ্যক গ্রাহকদের সহজে ও নিরাপদভাবে ই-সিম সক্রিয় ও ফিজিক্যাল সিমের প্রয়োজন ছাড়াই নিরবচ্ছিন্ন পরিষেবা সরবরাহ করবে।
বিএসএনএল বর্তমানে প্রায় 98,000 টাওয়ারের মাধ্যমে 4G পরিষেবা দিচ্ছে। ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব ছিল সুইডেন, ডেনমার্ক, চিন, এবং দক্ষিণ কোরিয়ার কাছে। ভারতীয় ডাক বিভাগের সঙ্গেও এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে তারা। ভারতের 1.65 লক্ষেরও বেশি ডাকঘরে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সিম কার্ড পাওয়া যাবে ও রিচার্জের সুবিধা মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.