বাজারে এলো বাবা রামদেবের স্বদেশি সিম কার্ড

বাজারে এলো বাবা রামদেবের স্বদেশি সিম কার্ড
হাইলাইট
  • তিনটি আলাদা প্ল্যানে লঞ্চ হয়েছে নতুন স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড
  • গ্রাহকরা প্রতিদিন 2GB ডাটা আন আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন
  • শুধুমাত্র পতাঞ্জলির কর্মীরাই ব্যাবহার করতে পারবেন এই সিম কার্ড
বিজ্ঞাপন

ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL) সাথে হাত মিলিয়ে নিজের কোম্পানি পতাঞ্জলির কর্মীদের জন্য স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড লঞ্চ করলেন বাবা রামদেব। পতাঞ্জলির সাথে যুক্ত ভারত স্বভিমান ন্যস, পতাঞ্জলি যোগ সামতি, মহিলা প্রকোষ্ঠা, যুব ভারত, পতাঞ্জলি কৃষি সেবা র মতো সংগঠনের কর্মীরা ব্যাবহার করতে পারবেন নতুন এই স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড।

144 টাকা, 792 টাকা ও 1584 টাকার তিনটি আলাদা প্ল্যানে লঞ্চ হয়েছে নতুন স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড। তিনটি প্ল্যানেই গ্রাহকরা প্রতিদিন 2GB ডাটা আন আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। যদিও এই তিনটি প্ল্যানের বৈধতা আলাদা।

এক টুইটের মাধ্যমে এই প্ল্যানগুলি বিস্তারে জানিয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। 144 টাকার প্ল্যানে মুম্বাই ও দিল্লি বাদে সারা ভারতে আনলিমিটেড কল করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন রোজ 2GB ডাটা আর 100 টি SMS। 144 টাকার এই প্ল্যানের বৈধতা 30 দিন। অন্যদিকে 792 টাকা আর 1584 টাকার প্ল্যানে গ্রাহকরা একই সুবিধা পাবেন যথাক্রমে 180 দিন ও 365 দিনের জন্য।

শুধুমাত্র স্বদেশি সমৃদ্ধি সিম কার্ডের গ্রাহকরাই এই প্ল্যান ব্যাবহার করতে পারবেন। যদিও এখনো সাধারন নাগরিক এই সিম কার্ড ব্যাবহার করতে পারবেন না। উপরে জানানো কোম্পানির কর্মীরাই শুধুমাত্র ব্যাবহার করতে পারবেন স্বদেশি সমৃদ্ধি সিম কার্ড।

প্রসঙ্গত ভারতী এয়ারটেল সম্রতি লঞ্চ করেছে তাদের 2GB প্যাক। এই প্যাকে 449 টাকার রিচার্জে প্রিপেড গ্রাহকরা রোজ 2GB ডাটা পাবেন। 449 টাকার এয়ারটেল প্রিপেডের এই প্যাকের ভ্যালিডিটি 70 দিন। অন্যদিকে Jio পিছিয়ে নেই নিজেদের প্ল্যানে। Jioগ্রাহকরা 448 টাকা রিচার্জ করলে 84 দিনের জন্য প্রতিদিন 2GB করে ডাটা। পাবেন এই সব প্ল্যানের সাথেই পাওয়া যাবে আনলমিটেড ভয়েস কলের সুবিধা। আর প্রতিদিন বিনামূল্যে মিলবে 100 টি করে লোকাল ও ন্যাশানাল SMS।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, Patanjali
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »