1,345 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে 365 দিন ভ্যালিডিটি। এই প্ল্যানের সাথে সব সময় অতিরিক্ত 10GB ডেটা থাকবে।
শুধুমাত্র কেরালা সার্কেলের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন
লম্বা ভ্যালিডিটর নতুন প্রিপেড প্লান নিয়ে হাজির হল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন 1,345 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 1.5GB ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের BSNL গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। 19 সেপ্টেম্বরের আগে রিচার্জ করলেই এই প্ল্যানের সুবিধা পাওয়া যাবে। গত সপ্তাহে শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকদের জন্য 168 টাকা প্ল্যান লঞ্চ করেছিল BSNL। এই প্ল্যানে ইন্টারন্যাশানাল রোমিং এর সুবিধা পাওয়া যাবে।
BSNL ওয়েবসাইটে জানানো হয়েছে 1,345 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে 365 দিন ভ্যালিডিটি। এই প্ল্যানের সাথে সব সময় অতিরিক্ত 10GB ডেটা থাকবে। তবে এই প্ল্যানের সাথে কোন ভয়েস কল এর সুবিধা থাকছে না।
আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকরা 1,345 টাকার BSNL প্রিপেড প্ল্যান ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি কেরালা সার্কেলের গ্রাহকদের জন্য 168 টাকা প্ল্যান নিয়ে এসেছিল BSNL। 168 টাকা রিচার্জে BSNL গ্রাহকরা নিজের নম্বরে ইন্টারন্যাশানাল রোমিং সার্ভিস ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে ইন্টারন্যাশানাল রোমিং এ 90 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Turbo 5, Redmi Turbo 5 Pro to Be Equipped With Upcoming MediaTek Dimensity Chips, Tipster Claims