দীপাবলীর আগে প্রিপেড টপ আপ রিচার্জে আরও বেশি টকটাইম দেওয়ার কথা ঘোষণা করল BSNL। তিনটি টপ আপ প্রিপেড রিচার্গে আগের থেকে 9 শতাংশ বেশি টকটাইম পাবেন গ্রাহকরা। দেশের সব সার্কেরলের গ্রাহকদের জন্য লঞ্চ হয়েছে এই অফার। 25 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত রিচার্জ করলে অতিরিক্ত এই টকটাইম পাবেন গ্রাহকরা। তবে শুধুমাত্র ভয়েস কলে এই টাকা খরচ করা যাবে। ডাটা ব্যবহারের কোন অতিরিক্ত সুবিধা দিচ্ছে না রাষ্ট্রায়াত্ব টেলিকম কোম্পানিটি।
তিনটি রিজার্জে বেশি টকটাইম পাবেন BSNLগ্রাহকরা। এবার থেকে 180 টাকার BSNL প্রিপেড রিচার্জে 190 টাকা টকটাইম পাওয়া যাবে। 410 টাকা প্রিপেড রিচার্জে পাওয়া যাবে 440 টাকা টকটাইম। আর 510 টাকা প্রিপেড রিচার্জে পাওয়া যাবে 555 টাকা টকটাইম। দীপাবলীর ঠিক আগে তিনটি রিচার্জে এই অতিরিক্ত টকটাইম দেওয়া শুরু করল BSNL।
সম্প্রতি 1699 টাকা আর 2099 টাকার লম্বা ভ্যালিডিটির প্ল্যান লঞ্চ করেছে BSNL। 1699 টাকার প্ল্যানে BSNL প্রিপেড গ্রাহকরা দিনে 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড ভয়েস কল, SMS আর নিজের মতো রিং ব্যাক টোন সিলেক্ট করার সুযোগ। 1699 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। 2099 টাকায় BSNL গ্রাহকরা দিনে 4GB করে ডাটা ব্যবহার করতে পারবেন। এই ডাটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 80kbps হয়ে যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড ভয়েস কল, SMS আর নিজের মতো রিং ব্যাক টোন সিলেক্ট করার সুযোগ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন