এবার Jio কে টক্কর দিতে পরিষেবা চালু করল Idea

9 টি নতুন সার্কেলে VoLTE পরিষেবা চালু করল Idea Cellular। মে মাসের শুরুতেই 6 টি সার্কেলে প্রথম নিজেদের VoLTE পরিষেবা শুরু করেছিল কোম্পানিটি।

এবার Jio কে টক্কর দিতে পরিষেবা চালু করল Idea

সারা ভারতে মোট 15টি সার্কেলে এবার VoLTE পরিষেবা দেবে Idea

হাইলাইট
  • 9 টি নতুন সার্কেলে VoLTE পরিষেবা চালু করল Idea Cellular
  • এই পরিষেবা ব্যাবহারের জন্য গ্রাহকদের বিনামূল্যে 30GB ডাটা দেবে কোম্পানি
  • 4G নেটওয়ার্ক চলে গেলেও বিনা বাধায় কথা বলতে পারবেন গ্রাহকরা
বিজ্ঞাপন

9 টি নতুন সার্কেলে VoLTE পরিষেবা চালু করল Idea Cellular। এর মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ, মুম্বাই, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ পূর্ব, উত্তরপ্রদেশ পশ্চিম, বিহার ও ঝাড়খন্ড ও রাজস্থান সার্কেল। সারা ভারতে মোট 15টি সার্কেলে এবার VoLTE পরিষেবা দেবে Idea। মে মাসের শুরুতেই 6 টি সার্কেলে প্রথম নিজেদের VoLTE পরিষেবা শুরু করেছিল কোম্পানিটি। যদিও মার্চ মাস থেকেই Idea র কর্মীরা এই সার্ভিস ব্যাবহার করছেন বলে জানা গিয়েছিল। এই লঞ্চের ফলে কয়েক লক্ষ Idea গ্রাহক এবার থেকে লেটেস্ট এই প্রযুক্তি ব্যাবহার করতে পারবেন। যে গ্রাহকরা নতুন এই পরিষেবা ব্যাবহার করবেন কোম্পানি তাদের বিনামূল্যে 30GB ডাটা দেবে। যদিও এই মাসের শুরুতে প্রথম VoLTE লঞ্চে 6 টি সার্কেলের গ্রাহকদের মাত্র 10GB ডাটা বিনামূল্যে দিয়েছিল Idea।

নিজের ফোন থেকে প্রথম VoLTE ফোনকলটি করলে গ্রাহকের কাছে সাথে সাথেই 10GB ডাটা পৌঁছে যাবে। 4 সপ্তাহ পরে ফিডব্যাক দিলে গ্রাহকের কাছে পৌঁছে যাবে আরও 10GB ডাটা। আর শেষে 8 সপ্তাহ পরে আরও এক সার্ভের পরে গ্রাহকরা পাবেন শেষ 10GB ডাটা। Idea জানিয়েছে কোথায় 4G কভারেজ না থাকলে নিজে থেকেই 2G/3G নেটওয়ার্কে চলে যাবে ফোনটি। এর ফলে ফোনে কথা বলার সময় 4G নেটওয়ার্ক চলে গেলেও বিনা বাধায় কথা বলতে পারবেন গ্রাহকরা।

নতুন এই পরিষেবা লঞ্চের ফলে কোম্পানির গ্রাহকরা উপকৃত হবেন। এছাড়াও 30GB অতিরিক্ত 4G ডাটা পাবেন গ্রাহকরা। তবে এই পরিষেবা পাওয়ার জন্য আপনার কাছে একটি VoLTE এনেবেলড ফোন থাকতে হবে।

উপরে জানানো সার্কেলের Idea গ্রাহকরা যদি 4G হ্যান্ডসেট ব্যাবহার করেন তবে নিজে থেকেই চালু হয়ে যাবে এই VoLTE পরিষেবা।  Vivo V7 Plus, Honor 5C, Honor 6X, Honor 7X, Honor View 10, Honor 9 Lite, and Honor 9i ফোনগুলিতে এখনই ব্যাবহার করা যাবে এই পরিষেবা। তবে Xiaomi Redmi 4, Samsung Galaxy J7 Pro, Galaxy A5, Galaxy A7, OnePlus 5, OnePlus 5T, OnePlus 6, Nokia 3 এবং Nokia 5 ফোনগুলিতে খুব শিঘ্রই OTA আপডেতের মাধ্যমে পৌঁছে যাবে Idea VoLTE সাপোর্ট।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না
  2. Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন
  3. ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
  4. Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে
  5. OnePlus 15R স্মার্টফোনের লঞ্চ কনফার্মড! OnePlus 15-এর থেকেও বড় 7,800mAh ব্যাটারি থাকতে পারে
  6. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  7. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  8. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
  9. Oppo-র পাঁচ ক্যামেরার দুর্ধর্ষ ফোনের দাম 19,000 টাকা কমল, কিনবেন নাকি?
  10. Realme Neo 8: রিয়েলমি এবার আনছে 8,000mAh ব্যাটারির ফোন, চার্জ ছাড়াই সারাদিন চলবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »