ভারতে প্রথম মোবাইল কংগ্রেসের ইভেন্টে মুকেশ জানিয়েছেন নতুন প্রজন্মের উন্নতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে চলেছে ডাটা।
দেশের উন্নতিতে ডাটা ব্যবহার করা উচিত বলে মনে করেন রিলায়েন্মস ইন্ডাস্ট্রিসের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তবে তিনি জানিয়েছেন ডাটা ব্যবহারের জন্য প্রয়োজন “পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা।”
ভারতে প্রথম মোবাইল কংগ্রেসের ইভেন্টে মুকেশ জানিয়েছেন নতুন প্রজন্মের উন্নতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে চলেছে ডাটা। আম্বানি বলেন, “এই গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের দেশের উন্নতিতে ব্যবহার করতে হবে। সাথে ডাটাকে পর্যাপ্ত পরিমানে সুরক্ষাকবচ রাখতে হবে ডাটার সাথে।”
মুকেশ আম্বানি জানিয়েছেন, “2020 সালের মধ্যে সারা দেশের পৌঁছে যাবে 4G নেটওয়ার্ক। সেই সময় 5G কানেক্টিভিটির জন্য প্রস্তুত হয়ে যাবে ভারত।”
মোবাইল কংগ্রেসে মুকেশ আম্বানি ছাড়াও উপস্থিত ছিনে দেশের অন্য নেটওয়ার্ক কোম্পানির প্রধানরাও। এই ইভেন্টে উপস্থিত ছিলেন ভারতি এয়ারটেলের চেয়ারম্যান সুনীল মিত্তাল। এছাড়াও উপএথিত ছিনেন ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা।
ভারতে প্রথম মোবাইল কংগ্রেসের সুচনা করেন দেশের যোগাযোগ মন্ত্রী মনোজ সিনহা। উপস্থিত ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এছাড়াও এই ইভেন্টে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী সুরেশ প্রভু।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Turbo 5 Chipset, Display and Other Key Features Confirmed Ahead of January 29 Launch