প্রিপেড ভাউচারে অতিরিক্ত ডেটা দিতে শুরু করল Jio। একই সঙ্গে অন্য নেটওয়ার্কে কল করার জন্য মিলবে অতিরিক্ত টকটাইম।
প্রিপেড ভাউচারে অতিরিক্ত সুবিধা দিচ্ছে Reliance Jio
প্রিপেড ভাউচারে অতিরিক্ত ডেটা দিতে শুরু করল Jio। একই সঙ্গে অন্য নেটওয়ার্কে কল করার জন্য মিলবে অতিরিক্ত টকটাইম। সম্প্রতি প্রিপেড গ্রাহকদের জন্য পাঁচটি ভাউচারে অতিরিক্ত সুবিধা দিতে শুরু করেছে মুকেশ আম্বানির কোম্পানি। নিজের প্ল্যানের ডেটা অথবা টকটাইম শেষ হলে 11 টাকা থেকে 101 টাকা দামের এই ভাউচারগুলি রিচার্জ করে পরিষেবা ব্যবহার করা যাবে।
কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 11 টাকা রিচার্জে 800MB ডেটা ও অন্য নেটওয়ার্কে কল করার জন্য 75 মিনিট টকটাইম পাওয়া যাবে। আগে এই প্ল্যানের সঙ্গে 400MB ডেটা পাওয়া যেত।
21 টাকা রিচার্জে 2GB ডেটা ও অন্য নেটওয়ার্কে কল করার জন্য 200 মিনিট টকটাইম পাওয়া যাবে। আগে এই প্ল্যানের সঙ্গে 1GB ডেটা পাওয়া যেত।
| Jio 4G ডেটা ভাউচার | কত ডেটা পাওয়া যেত? | এবার কত ডেটা মিলবে? | অন্য নেটওয়ার্কে ভয়েস টকটাইম (মিনিট) |
|---|---|---|---|
| 11 টাকা | 400MB | 800MB | 75 |
| 21 টাকা | 1GB | 2GB | 200 |
| 51 টাকা | 3GB | 6GB | 500 |
| 101 টাকা | 6GB | 12GB | 1000 |
511 টাকা রিচার্জে 6GB ডেটা ও অন্য নেটওয়ার্কে কল করার জন্য 500 মিনিট টকটাইম পাওয়া যাবে। আগে এই প্ল্যানের সঙ্গে 3GB ডেটা পাওয়া যেত।
101 টাকা রিচার্জে 12GB ডেটা ও অন্য নেটওয়ার্কে কল করার জন্য 1000 মিনিট টকটাইম পাওয়া যাবে। আগে এই প্ল্যানের সঙ্গে 6GB ডেটা পাওয়া যেত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch Ultra 2 Launch Timeline Leaked; Could Debut Alongside Samsung Galaxy Watch 9