শুক্রবার JioPhone গ্রাহকদের জন্য চারটি নতুন ‘অল-ইন-ওয়ান’ প্ল্যান নিয়ে এসেছে Jio। 75 টাকা, 125 টাকা, 155 টাকা আর 185 টাকা রিচার্জ করে আইইউসি টপ-আপ রিচার্জের হাত থেকে মুক্তি পাবেন JioPhone গ্রাহকরা। 30 টাকা রিচার্জ দ্বিগণ ডেটা পাওয়া যাবে।
75 টাকা থেকে 185 টাকা দামে JioPhone গ্রাহকদের জন্য চারটি নতুন 'অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চ হয়েছে
সম্প্রতি Jio গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে 6 পয়সা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। অতিরিক্ত টপ-আপ রিচার্জের ঝামেলা থেকে গ্রাহকদের মুক্তি দিতে চলতি সপ্তাহে স্মার্টফোন গ্রাহকদের জন্য একাধিক 'অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এসেছিল Jio। এই প্ল্যানগুলি থেকে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করতার সাথেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য নির্দিষ্ট ফ্রি মিনিট থাকছে। এবার JioPhone গ্রাহকদের জন্য হাজির হল চারটি নতুন ‘অল-ইন-ওয়ান‘ প্ল্যান। 75 টাকা থেকে 185 টাকা দামের মধ্যে এই প্ল্যানগুলি লঞ্চ করেছে মুকেশ আম্বানির কোম্পানি।
শুক্রবার JioPhone গ্রাহকদের জন্য চারটি নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এসেছে Jio। 75 টাকা, 125 টাকা, 155 টাকা আর 185 টাকা রিচার্জ করে আইইউসি টপ-আপ রিচার্জের হাত থেকে মুক্তি পাবেন JioPhone গ্রাহকরা। 30 টাকা রিচার্জ দ্বিগণ ডেটা পাওয়া যাবে।
শুক্রবার এক বিবৃতিতে Gadgets 360 কে Jio জানিয়েছে চারটি নতুন ‘অল-অন-ওয়ান' প্ল্যানেই 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল, অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট কল করার সুবিধা।
গ্রাহকের সুবিধার জন্য ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এল Jio
JioPhone এর চারটি নতুন প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
এর সাথেই 75 টাকা প্ল্যানে দিনে 0.1 GB ডেটা ব্যবহার করা যাবে। অর্থাৎ মোট 3GB ডেটা ব্যবহার করা যাবে। 125 টাকা প্ল্যানে থাকছে দিনে 0.5GB ডেটা ব্যবহারের সুযোগ। এই প্ল্যানে মোট 14GB ডেটা ব্যবহার করা যাবে। 155 টাকা প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যাবে। অর্থাৎ মোট 28GB ডেটা পাওয়া যাবে। সব শেষে 185 টাকা প্ল্যানে দিনে 2GB ব্যবহার করা যাবে। অর্থাৎ মোট 56 GB ডেটা পাওয়া যাবে।
কোন রিচার্জে কী সুবিধা? Jio -র পুরনো ও নতুন প্ল্যানগুলি দেখে নিন
চলতি সপ্তাহেই স্মার্টফোন গ্রাহকদের জন্য একাধিক ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এসেছিল Jio। 222 টাকা, 333 টাকা আর 444 টাকা দামে স্মার্টফোনের ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এসেছিল মুকেশ আম্বানির কোম্পানি। 222 টাকা প্ল্যানে এক মাস, 333 টাকা প্ল্যানে দুই মাস আর 444 টাকা প্ল্যানে তিন মাস ভ্যালিডিটি পাওয়া যাবে। এই তিন প্ল্যানে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করা যাবে। সাথে অন্য মোবাইল নেটওয়ার্কে 1,000 মিনিট কল করা যাবে। আর থাকছে দিনে 2GB ডেটা ব্যবহারের সুবিধা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft to Host Xbox Partner Preview This Week, Featuring IO Interactive's 007 First Light