জিও ও ভোডাফোনকে টক্কর দিতে আবার নতুন প্ল্যান বাজারে আনল জিও। 558 টাকার নতুন এই প্ল্যানে কোম্পানির প্রপেড গ্রাহকরা রোজ 3GB ডাটা পাবেন। এই প্ল্যানের প্রধান আকর্ষণ অবশ্যই 82 দিন ভ্যালিডিটি। অর্থাৎ নতুন এই প্ল্যানে গ্রাহকদের 246GB ডাটা দেবে এয়ারটেল। প্রতিযোগীদের সাথে বাজারে টিকে থাকতেই নতুন এই প্ল্যান লঞ্চ করল এয়ারটেল।
558 টাকার নতুন প্রিপেড প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল করতে পারবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন রোজ 100 টি করে লোকাল ও ন্যাশানাল SMS আর রোজ 3GB ডাটা। আগেই জানানো হয়েছে এই প্ল্যানের ভ্যালিডিটি 82 দিন। উল্লেখযোগ্যভাবে এই প্ল্যানের ভয়েস কলিং এ কোন দৈনিক বা সাপ্তাহিক লিমিট থাকবে না। সম্প্রতি একাধিক নতুন প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। এছাড়াও নিজেদের গ্রাহকদের জন্য নতুন 511 টাকা ও 569 টাকার প্ল্যান এনেছে ভোডাগফোন। এই একই ধরনের প্ল্যান ইতিমধ্যেই বাজারে রয়েছে জিওর। এছাড়াও সম্প্রতি নিজেদের 349 টাকার প্যাকে বদল এনেছে এয়ারটেল। এবার থেকে 2GB এর পরিবর্তে এই প্ল্যানে 3GB ডাটা এয়ারটেল গ্রাহকরা। এয়ারটেলের 349 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
511 আটকার প্ল্যানে ভোডাফোন গ্রাহকরা রোজ আনলিমিটেড লোকাল ও ন্যাশানাল কল করতে পারবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন রোজ 100 টি করে লোকাল ও ন্যাশানাল SMS আর রোজ 2GB ডাটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। কিন্তু 569 টাকার প্রিপেড প্ল্যানে একই ভয়েস ও SMS সুবিধার সাথেই গ্রাহকরা রোজ 3GB ডাটা পাবেন। 569 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটিও 84 দিন।
জিওতে 299 টাকার প্ল্যানে রোজ 3GB ডাটা পান গ্রাহকরা। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়াও জিওতে 498 ও 509 টাকার প্ল্যানে যথাক্রমে 91 দিনের জন্য রোজ 2GB ডাটা ও 28 দিনের জন্য রোজ 4GB ডাটা পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন