পাঁচটি নতুন কম্বো অফার লঞ্চ করেছে Airtel। 35 টাকা থেকে 254 টাকার এই প্ল্যানগুলিতে 28 দিন থেকে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
35 টাকা থেকে 254 টাকার এই প্ল্যানগুলিতে 28 দিন থেকে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
সোমবার প্রি-পেড গ্রাহকদের জন্য নতুন কম্বো রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হল Airtel। 35 টাকা থেকে 254 টাকার এই প্ল্যানগুলিতে 28 দিন থেকে 84 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। Jio র সাথে প্রতিযোগিতায় নতুন এই রিচার্জ প্যাকে ডাটা ও টকটাইম পাওয়া যাবে। গ্রাহকের কাছ থেকে অনেক তথ্য সংগ্রহ করে এই রিচার্জ প্যাক বাজারে এনেছে Airtel।
পাঁচটি নতুন কম্বো অফার লঞ্চ করেছে Airtel। 35 টাকা রিচার্জে পাওয়া যাবে 26.5 টাকা টকটাই আর 100MB ডাটা। 65 টাকা রিচার্জে পাওয়া যাবে 55 টাকা টকটাই আর 200MB ডাড়া, 95 টাকা রিচার্জে পাওয়া যাবে 95 টাকা টকটাইম আর 500MB ডাটা। এই তিনটি প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এছাড়াও 145 টাকার রিচার্জে পাওয়া যাবে 145 টাকা টকটাইম আর 1GB ডাটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 42 দিন। সবশেষে 245 টাকা প্ল্যানে পাওয়া যাবে 245 টাকা টকটাইম আর 2GB ডাটা। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। আপাতত শুধুমাত্র মুম্বাই সার্কেলের গ্রাহকদের জন্য এই প্ল্যান লঞ্চ হরা হয়েছে।
কোম্পানির আনলিমিটেড প্ল্যানের পাশাপাশি বাজারে থাকবে এইন কম্বো প্ল্যানগুলি। সেপ্টেম্বর মাসে প্রথম 35 টাকা, 65 টাকা ও 95 টাকার প্ল্যানগুলি বাজারে এনেছিল Airtel।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp for iOS Finally Begins Testing Multi-Account Support With Seamless Switching