মোবাইল অপারেটারদের মধ্যে যুদ্ধ ত্থামার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর জিওকে টক্কর দিতে এবার নতুন প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। প্রিপেড গ্রাহকদের জন্য 99 টাকার নতুন প্ল্যানে 2GB ডাটা দেবে এয়ারটেল। আগে এই প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা 1 GB ডাটা পেতেন। জিওর 98 টাকার প্যাকে 2GB ডাটা পাওয়া যায়। এর আথেই জিও দিচ্ছে আনলিমিটেড ভয়েস ককল ও 300 টি SMS এর সুবিধা পাবেন। এয়ারটেলের 99 টাকার এই প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সপ্রতি এয়ারটেল ও জিওকে টক্কর দিতে ‘ডাটা সুনামি’ প্ল্যান লঞ্চ করেছিল BSNL। এই প্ল্যানে BSNL এর গ্রাহকরাচ 26 দিন রোজ 1.5GB ডাটা পান।
টেলিকম টকে এক রিপোর্টে জানানো হয়েছে নির্বাচিত কিছু গ্রাহক এয়ারটেলের নতুন এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। 2GB ডাটার সাথেই এই প্ল্যানে আনলমিটেড ভয়েস কল ও রোজ 100 টি SMS দেবে এয়ারটেল। কিন্তু জিওর 98n টাকার প্ল্যানে মাত্র 300 টি SMS পাবেন গ্রাহকরা। অর্থাৎ এই দিক থেকে অনেকটাই এগিয়ে থাকছে এয়ারটেল। জিও ও এয়ারটেল এর দুটি প্ল্যানেই ভয়েস কলে কোন ডেইলি বা উইকলি লিমিট নেই।
এছাড়াও নতুন প্ল্যান লঞ্চ করে সম্প্রতি শিরোনামে এছেছিল আইডিয়া। 109 টাকার প্ল্যানে আইডিয়া 14 দিনের জন্য 1GB ডাটা আর আনলিমিটেড কলিং এর সুবিধা দিচ্ছে। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা, বিহার ও ঝাড়খন্ড, গুজরাট, ররিয়ানা ও কর্ণাটক সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে আইডিয়া।
আগেই জানানো হয়েছে এয়ারটেল ও জিওকে টক্কর দিতে মাত্র 98 টাকায় 39GB ডাটা দিচ্ছে BSNL। এই প্ল্যানে BSNL গ্রাহকরা 26 দিন রোজ 1.5GB করে ডাটা পাবেন। প্রতি GB ডাটার দামের দিক থেকে দেখতে গেলে BSNL এর এই প্ল্যান সারা দেশে মধ্যে অন্যতম সস্তা প্ল্যান। এই প্ল্যানে প্রতি GB ডাটায় খচ হয় মাত্র 2.51 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন