আপাতত শুধুমাত্র কলকাতা সার্কেলের গ্রাহকরা BSNL 1097 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল কল ও দিল্লি ও মুম্বাই সার্কেল বাদ দিয়ে আনলিমিটেড ন্যাশানাল কল করা যাবে। এর সাথেই থাকবে 25GB ডাটা। ভ্যালিডিটি 365 দিন।
শুধুমাত্র কলকাতা সার্কেলের গ্রাহকরা BSNL 1097 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন
Jio কে টেক্কা দিতে বাজারে নতুন প্ল্যান লঞ্চ করল BSNL। নতুন 1097 টাকার প্ল্যানে BSNL গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলের সাথেই পাবেন 25GB ডাটা আর 365 দিন ভ্যালিডিটি। Jio র 1699 টাকা রিচার্জকে চ্যালেঞ্জের সামনে ফেলবে নতুন 1097 টাকার BSNL প্ল্যান। 2019 সালের 6 জানুয়ারির মধ্যে এই প্ল্যান রিচার্জ করাতে হবে।
আপাতত শুধুমাত্র কলকাতা সার্কেলের গ্রাহকরা BSNL 1097 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল কল ও দিল্লি ও মুম্বাই সার্কেল বাদ দিয়ে আনলিমিটেড ন্যাশানাল কল করা যাবে। এর সাথেই থাকবে 25GB ডাটা। BSNL 1097 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন। তবে এই প্ল্যানে কোন SMS সুবিধা পাওয়া যাবে না।
1699 টাকার প্ল্যানে Jio গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডাটা পান। এর সাথেই রয়েছে 365 দিন ভ্যালিডিটি। অর্থাৎ মোট 547.5GB ডাটা পাওয়া যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড লোকাল ও ন্যাশান কল ও দিনে 100 টি SMS এর সুবিধা।
যে সব গ্রাহক সারাক্ষন ফোনে কথা বলেন তাদের কথা মাথায় রেখে এই প্ল্যান লঞ্চ করেছে BSNL।একই ধরনের প্ল্যান নিয়ে এসেছে অন্যান্য টেলিকম অপারেটাররাও। তবে BSNL এর আনলইমিটেড কলে কোন সীমা নেই। চাইলে 24 ঘন্টা ফোনে কথা বলা সম্ভব।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp for iOS Finally Begins Testing Multi-Account Support With Seamless Switching