ভারতের বাজারে Jio প্রবেশ করার পর থেকেই প্রতিযোগিতা অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। ক্রমশ Airtel, Vodafone, Idea আর BSNL এর মতো জনপ্রিয় মোবাইল নেটওয়ার্কগুলি নিজের প্ল্যানের দাম কমাতে শুরু করে। একই প্ল্যানে আনলিমিটেড ডাটা ও ভয়েস কল দিয়ে গ্রাহকের মন জেতার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে সব নেটওয়ার্ক। এবার কোম্পানির প্রিপেড গ্রাহকদের জন্য নতুন 99 টাকার প্ল্যান লঞ্চ করল Vodafone। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। Jio-র 98 টাকা ও Airtel-এর 99 টাকার প্ল্যানের সামনে কড়া প্রতিযোগিতার মুখোমুখি হবে Vodafone-এর নতুন 99 টাকার প্ল্যান।
নামে আনলিমিটেড হলেও Vodafone-এর 99 টাকার প্ল্যানে সপ্তাহে 1000 মিনিট ও দিনে 250 মিনিট পর্যন্ত কথা বলা যাবে। কোম্পানির অফিশিয়াল অ্যাপ থেকে বা থার্ড পার্টি অ্যাপ Paytm বা MobiKwik দিয়ে রিচার্জ করে এই অফার ব্যবহার করা যাবে। Vodafone প্রিপেডে 99 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। তবে এই প্ল্যানে সাথে কোন ডাটা বা SMS এর সুবিধা দেবে না Vodafone।
Jio-র 98 টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলের সাথেই প্রতিদিন 1GB ডাতা ব্যবহার করতে পারেন। এর সাথে 300 টি SMS বিনামূল্যে ব্যবহার করতে পারেন Jio গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।
99 টাকার প্ল্যানে Airtel গ্রাহকরা 28 দিনের জন্য আনলিমিটেড কলের সাথেই পেয়ে যান 1GB ডাটা আর 100 টি SMS। যদিও Airtel প্ল্যানের ভ্যালিটিডি মাত্র 10 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন