গত মাসে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছিল Jio -র গ্রাহক সংখ্যা 33.11 কোটি। সোমবার কোম্পানির বার্ষিক সাধারন সভায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানিয়েছেন ইতিমধ্যেই Jio -র গ্রাহক সংখ্যা 34 কোটি ছাড়িয়েছে।
আম্বানি বলেন, “ইতিমধ্যেই Jio – র গ্রাহক সংখ্যা 34 কোটি ছাড়িয়েছে। বিশ্বের বথেকে দ্রুত এগিয়ে চলা ডিজিটাল সার্ভিস Jio।”
সোমবার বার্ষিক সাধারন সভার মুকেশ আম্বানি জানিয়েছেন প্রতি মাসে গড়ে 1 কোটি নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। তিনি জানিয়েছেন 50 কোটি গ্রাহকের লক্ষ্যমাত্রা হাতের কাছে চলে এসেছে। আম্বানি আরও জানিয়েছেন এই মুহুর্তে গ্রাহক সংখ্যার বিভারে একটি দেশে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক Jio।
গত মাসে Vodafone-Idea কে টপকে গ্রাহক সংখ্যার বিচারে ভারতের এক নম্বর নেটওয়ার্কের তকমা ছিনিয়ে নিয়েছিল Jio। গত মাসের শেষে Vodafone-Idea -র মোট গ্রাহক সংখ্যা ছিল 32 কোটি। অন্যদিকে Jio -র মোট গ্রাহক সংখ্যা ছিল 33.1 কোটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন