কোম্পানির কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে গিয়েছে। এমনটাই জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক T-Mobile।
তবে গ্রাহকের কোন আর্থিক তথ্য চুরি করতে পারেনি হ্যাকাররা। তবে কোম্পানি জানিয়েছে অনেক গ্রাহকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছেছে। এর মফহ্যে রয়েছে গ্রাহকের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর ও অ্যাকাউন্ট নম্বরের মতো সংবেদনশীল তথ্য।
সোমবার এই হ্যাকিং এর কথা জানতে পারে T-Mobile। এই অ্যাটাক বন্ধ করার জন্য তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় কোম্পানি। যে সব গ্রাহকের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়েছে তাদের ব্যক্তিগত মেসেজ করে এই কথা জানিয়েছে T-Mobile।
কোম্পানির মোট গ্রাহকের সংখ্যা 7.7 কোটি। এর মধ্যে মাত্র 3 শতাংশ গ্রাহকে তথ্য হ্যাক হয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ মোট 20 লক্ষ T-Mobile গ্রাহকের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পৌঁছেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন