এখনই বন্ধ হচ্ছে না টিভি দেখা। চ্যানেল পছন্দ করার জন্য 31 জানুয়ারি পর্যন্ত সময় দিল TRAI। TRAI জানিয়েছে আপাতত গ্রাহক নিজের প্যাকের সব চ্যানেল দেখতে পাবেন।
আরও পড়ুন: নতুন বছরে টিভি দেখার খরচ হিসাব করুন এখনই: দেখে নিন 332 টি চ্যানেলের দামের তালিকা
2017 সালের মার্চ মাসে প্রথম ব্রডকাস্টিং কোম্পানি ও কেবেল সার্ভিস প্রোভাইডারদের এই বিষয়ে জানিয়েছিল TRAI। পরে 2018 সালের 3 জুলাই আবার নোটিস পাঠানো হয়েছিল। সঠিক সময়ে নতুন নিয়ম কার্যকর করতেই একাধিক নোটিস পাঠানো হয়েছিল। 28 ডিসেম্বরের মধ্যে নতুন ফ্রেমওয়ার্ক শুরু করার সময়সীমা বেঁধে দিয়েছিল TRAI।
আরও পড়ুন: Jio Happy New Year Offer: কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?
তবে গ্রাহকের অবিচ্ছিন্ন পরিষেবার কথা মাথায় রেখে এই মাইগ্রেশানে আরও সময় দিল TRAI। এক বিবৃতিতে TRAI জানিয়েছে, “2019 সালের 31 ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। সেই সময় পর্যন্ত গ্রাহক নিজের প্যাকের সব চ্যালেন দেখতে পাবেন।”
বৃহস্পতিবার কেন্দ্র জানিয়েছিল নতুন এই নিয়ম গ্রাহককে “পছন্দের স্বাধীনতা” ও “সরাসরি নিয়ন্ত্রণ” দেবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন