DTH ও কেবেল টিভি গ্রাহকদের চ্যানেল বাছার কাজ সহজ করতে নতুন অ্যাপ নিয়ে এল টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। চারিদিকে সবাই যখন চ্যানেল পছন্দ করতে হিমশিম খাচ্ছেন তখন এই অ্যাপ ব্যবহার করে সহজেই আপনি নিজের টিভির চ্যানেল পছন্দ করে নিতে পারবেন।
প্রত্যেক চ্যানেলের আলাদা দাম প্রকাশ করল Airtel Digital TV আর Dish TV। এছাড়াও Den Networks, Hathway Cable, Siti Cable এর মতো মাল্টি সিস্টেম অপারেটাররাও (MSO) প্রত্যেক চ্যানেলের দাম আলাদা ভাবে প্রকাশ করেছে।
2017 সালের মার্চ মাসে প্রথম ব্রডকাস্টিং কোম্পানি ও কেবেল সার্ভিস প্রোভাইডারদের এই বিষয়ে জানিয়েছিল TRAI। পরে 2018 সালের 3 জুলাই আবার নোটিস পাঠানো হয়েছিল। সঠিক সময়ে নতুন নিয়ম কার্যকর করতেই একাধিক নোটিস পাঠানো হয়েছিল।