প্রত্যেক চ্যানেলের আলাদা দাম প্রকাশ করল Airtel Digital TV আর Dish TV। এছাড়াও Den Networks, Hathway Cable, Siti Cable এর মতো মাল্টি সিস্টেম অপারেটাররাও (MSO) প্রত্যেক চ্যানেলের দাম আলাদা ভাবে প্রকাশ করেছে।
পেইড চ্যানেল দেখতে প্রত্যেক চ্যানেলের জন্য আলাদা করে টাকা খরচ করতে হবে
শিঘ্রই টিভি দেখার নতুন ফ্রেমওয়ার্ক নিয়ে আসছে টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। নতুন নিয়মে পেইড চ্যানেল দেখতে প্রত্যেক চ্যানেলের জন্য আলাদা করে টাকা খরচ করতে হবে। এবার প্রত্যেক চ্যানেলের আলাদা দাম প্রকাশ করল Airtel Digital TV আর Dish TV। এছাড়াও Den Networks, Hathway Cable, Siti Cable এর মতো মাল্টি সিস্টেম অপারেটাররাও (MSO) প্রত্যেক চ্যানেলের দাম আলাদা ভাবে প্রকাশ করেছে।
আরও পড়ুন: বছরের শুরুতেই ধামকা, সস্তা হল একাধিক Xiaomi প্রোডাক্ট
সবকটি চ্যানেলের দামের তালিকা প্রকাশ করেছে Dish TV। একই তালিকায় ফ্রি ও পেড চ্যানেলগুলির নাম প্রকাশ করেছে কোম্পানি। এছাড়াও বিভিন্ন বিভাগের চ্যানেল একসাথে নিলে কত খরচ হবে তাও জানিয়েছে কোম্পানি।
Dish TV তে প্রত্যেকটি চ্যানেলের দাম জানতে এখানে ক্লিক করুন।
Dish TV তে বিভিন্ন প্যাকের দাম দেখতে এখানে ক্লিক করুন।
Airtel Digital TV ও নিজেদের সবকটি চ্যানেলের দাম প্রকাশ করেছে। সবথেকে দামী চ্যানেলের তালিকার রয়েছে খেলা দেখার চ্যানেলগুলি।
Airtel Digital TV তে প্রত্যেকটি চ্যানেলের দাম জানতে এখানে ক্লিক করুন।
ডিটুএইচ কোম্পানি গুলি ছাড়াও একাধিক MSO নিজেরদের দামের তালিকা প্রকাশ করেছে। সব কোম্পানিই প্রত্যেকটি চ্যানেলের দাম প্রকাশের সাথেই কয়েকটি প্যাক নিয়ে এসেছে। জানতে নীচে দেখে নিন।
Siti Cable এ প্রত্যেকটি চ্যানেলের দাম জানতে এখানে ক্লিক করুন।
Hathway তে প্রত্যেকটি চ্যানেলের দাম জানতে এখানে ক্লিক করুন।
Den Network এ প্রত্যেকটি চ্যানেলের দাম জানতে এখানে ক্লিক করুন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Xbox Partner Preview Announcements: Raji: Kaliyuga, 007 First Light, Tides of Annihilation and More
YouTube Begins Testing Built-In Chat and Video Sharing Feature on Mobile App
WhatsApp's About Feature Upgraded With Improved Visibility, New Design Inspired by Instagram Notes