প্রত্যেক চ্যানেলের আলাদা দাম প্রকাশ করল Airtel Digital TV আর Dish TV। এছাড়াও Den Networks, Hathway Cable, Siti Cable এর মতো মাল্টি সিস্টেম অপারেটাররাও (MSO) প্রত্যেক চ্যানেলের দাম আলাদা ভাবে প্রকাশ করেছে।
2017 সালের মার্চ মাসে প্রথম ব্রডকাস্টিং কোম্পানি ও কেবেল সার্ভিস প্রোভাইডারদের এই বিষয়ে জানিয়েছিল TRAI। পরে 2018 সালের 3 জুলাই আবার নোটিস পাঠানো হয়েছিল। সঠিক সময়ে নতুন নিয়ম কার্যকর করতেই একাধিক নোটিস পাঠানো হয়েছিল।
কেবল টিভি প্যাকেজের ন্যূনতম খরচ দাঁড়াবে মোটামুটি 250 টাকা থেকে 270 টাকা। 130 টাকা বেস প্রাইসের উপরে থাকছে জিএসটি। এর পরে চ্যানেল প্রতি আলাদা টাকা খরচ করতে হবে গ্রাহককে। প্রত্যেকটি চ্যানেলের দামের উপরেও দিতে হবে জিএসটি। 1 জানুয়ারি থেকে সব কোন চ্যানেলে কত খরচ হবে? দেখে নিন