সম্প্রতি গোটা দেশের 22টি সার্কেলে ডবল ডেটা অফার দিচ্ছিল Vodafone Idea। অফারে কাট ছাঁট করে এবার 14টি সার্কেলে ডবল ডেটা অফার দিচ্ছে কোম্পানিটি।
মার্চে ডবল ডেটা অফার নিয়ে এসেছিল Vodafone Idea
সম্প্রতি গোটা দেশের 22টি সার্কেলে ডবল ডেটা অফার দিচ্ছিল Vodafone Idea। অফারে কাট ছাঁট করে এবার 14টি সার্কেলে ডবল ডেটা অফার দিচ্ছে কোম্পানিটি। 249 টাকা, 399 টাকা ও 599 টাকা প্ল্যানে এই অফার প্রযোজ্য। ডবল ডেটা অফারে এই তিনটি প্ল্যানেই অতিরিক্ত 1.5GB ডেটা দিচ্ছে Vodafone Idea।
কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে অন্ধ্র প্রদেশ, বিহার, গুজরাট, কেরালা, মহারাষ্ট্র এবং গোয়া, উত্তর পূর্ব, পাঞ্জাব এবং পশ্চিম উত্তরপ্রদেশ সার্কেলের গ্রাহকরা আর ডবল ডেটা অফার ব্যবহার করতে পারবেন না।
249 টাকা, 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে এবার প্রতিদিন 3GB ডেটা ব্যবহার করা যাবে। 249 টাকা প্ল্যানে 28 দিন, 399 টাকা প্ল্যানে 56 দিন ও 599 টাকা প্ল্যানে 84 দিন বৈধতা মিলবে।
Vodafone Idea রিচার্জ করে ঘরে বসেই রোজগারের সুযোগ! কীভাবে?
এই সব প্ল্যানের সঙ্গেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল। সঙ্গে বিনামূল্যে Vodafone Play ও Zee5 সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন বিনামূল্যে 100 লোকাল ও ন্যাশনাল এসএমএস ব্যবহার করা যাবে। মার্চের প্রথম সপ্তাহে প্রথম ডবল ডেটা অফার নিয়ে এসেছিল কোম্পানিটি। 8টা সার্কেলের গ্রাহকরা এই অফার থেকে বঞ্চিত হলেও দেশের বাকি 14টা সার্কেলের গ্রাহকরা আগের মতোই ডবল ডেটা অফারের সুবিধা পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Announces App Store Awards 2025 Winners; Top Apps Include Tiimo, Cyberpunk 2077: Ultimate Edition, and More