প্রিপেড রিচার্জে কমিশন দিতে শুরু করল Vodafone Idea। অন্য প্রিপেড নম্বর রিচার্জ করে দিলেই মিলবে কমিশন। MyVodafone ও MyIdea অ্যাপ থেকে অন্য নম্বর রিচার্জ করলেই ক্যাশব্যাক পাওয়া যাবে।
30 এপ্রিল পর্যন্ত প্রিপেড রিচার্জে 6 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে Vodafone
Airtel ও Jio-র পরে প্রিপেড রিচার্জে কমিশন দিতে শুরু করল Vodafone Idea। অন্য প্রিপেড নম্বর রিচার্জ করে দিলেই মিলবে কমিশন। MyVodafone ও MyIdea অ্যাপ থেকে অন্য নম্বর রিচার্জ করলেই ক্যাশব্যাক পাওয়া যাবে। সম্প্রতি প্রিপেড রিচার্জে গ্রাহকদের 4.1 শতাংশ কমিশন দিচ্ছে Jio, Airtel দিচ্ছে 4 শতাংশ কমিশন।
করোনাভাইরাসের কারণে দেশব্যাপী রিটেল আউটলেট বন্ধ রয়েছে। এই অবস্থায় গ্রাহকের কথা মাথায় রেখে নিয়মিত নতুন রিচার্জ পদ্ধতি নিয়ে আসছে টেলিকম কোম্পানিগুলি। এবার ঘরে বসে প্রিয়জন ও বন্ধুর নম্বর রিচার্জ করে রোজগার করা যাবে।
#RechargeforGood প্রোগ্রামের অধীনে এই কমিশন দিচ্ছে কোম্পানিটি। এই জন্য গ্রাহককে আলাদা কোন অ্যাপ ইন্সটল করতে হবে না। রিচার্জ করার 96 ঘণ্টার মধ্যে ক্যাশব্যাক গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
লকডাউনে রোজগারের সুযোগ করে দিল Jio! রিচার্জ করলেই মিলবে কমিশন
Vodafone Idea জানিয়েছে 149 টাকা রিচার্জে 10 টাকা ও 249 টাকা রিচার্জে 20 টাকা টকটাইম পাওয়া যাবে। কত টাকা রিচার্জ হচ্ছে তার উপরে ক্যাশব্যাক নির্ভর করবে। সর্বোচ্চ 6 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। MyVodafone ও MyIdea অ্যাপ থেকে রিচার্জ করলেই এই সুবিধা পাওয়া যাবে।
সম্প্রতি একই ধরনের সুবিধা নিয়ে এসেছে Airtel ও Jio। প্রিপেড রিচার্জে 4.1 শতাংশ কমিশন দিচ্ছে Jio, Airtel দিচ্ছে 4 শতাংশ কমিশন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November