মার্চের প্রথম সপ্তাহে 249 টাকা, 399 টাকা ও 599 টাকা রিচার্জে ডবল ডেটা অফার ঘোষণা করেছিল Vodafone Idea।
মার্চে 22টা সার্কেলে ডবল ডেটা অফার লঞ্চ করেছিল Vodafone Idea
মার্চের প্রথম সপ্তাহে 249 টাকা, 399 টাকা ও 599 টাকা রিচার্জে ডবল ডেটা অফার ঘোষণা করেছিল Vodafone Idea। শুরুতে দেশের সব সার্কেলের প্রিপেড গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছিল কোম্পানিটি। গত সপ্তাহে 8টা সার্কেলে এই অফার বন্ধ হলেও 14টা সার্কেলে এই অফার চলছিল। এবার ডবল ডেটা অফার আরও ছোট করার সিদ্ধান্ত নিল কোম্পানিটি। এবার মাত্র 9টা সার্কেলে ডবল ডেটা অফার পাওয়া যাবে। এছাড়াও 249 টাকা প্ল্যানে ডবল ডেটা অফার বন্ধ করল Vodafone Idea।
কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে দিল্লি, মধ্য প্রদেশ, মুম্বাই, কলকাতা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আসাম, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর সার্কেলের গ্রাহকরা 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে ডবল ডেটা অফার পাবেন। 249 টাকা রিচার্জে এবার থেকে গোটা দেশের সব সার্কেলের গ্রাহকরা দিনে 1.5GB ডেটা পাবেন।
করতে হবে না রিচার্জ, লকডাউনে মানবিক সিদ্ধান্ত নিল Airtel ও Vodafone
![]()
599 টাকা ও 399 টাকা প্ল্যানে ডবল ডেটা অফার দিচ্ছে Vodafone
প্রায় 43 হাজার কোটি টাকায় জিও-র 10 শতাংশ মালিকানা কিনল ফেসবুক
ডবল ডেটা অফারে 399 টাকা ও 599 টাকা প্রিপেড প্ল্যানে এবার প্রতিদিন 3GB ডেটা ব্যবহার করা যাবে। 399 টাকা প্ল্যানে 56 দিন ও 599 টাকা প্ল্যানে 84 দিন বৈধতা মিলবে।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
দুটি প্ল্যানের সঙ্গেই থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কল। সঙ্গে বিনামূল্যে Vodafone Play ও Zee5 সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন বিনামূল্যে 100 লোকাল ও ন্যাশনাল এসএমএস ব্যবহার করা যাবে। মার্চের প্রথম সপ্তাহে প্রথম ডবল ডেটা অফার নিয়ে এসেছিল কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique